

ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সড়কের সংস্কারকাজ করেছেন যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীর্ঘ তিন কিলোমিটার লম্বা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
যুবদল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে বিগত সরকারের সময় অবহেলিত এ সড়কটি সংস্কারে মনোযোগী হয় জেলা যুবদল। তারই অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে সংস্কারকাজের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খোন্দকারের সভাপতিত্বে ও ফুলগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমদ ভুঞা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নঈমূল্লা চৌধুরী বরাত, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন ভিপি, আমজাদ হোসেন সুমন ও আতিকুর রহমান মামুন।
ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার কালবেলাকে বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে হওয়ায় বিগত সরকার সড়কটি সংস্কার হয়নি। রাস্তাটি বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তায় চলাচলে জনগণের মারাত্মক অসুবিধা হচ্ছিল। তাই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আমরা রাস্তাটি সংস্কার করেছি।
মন্তব্য করুন