

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোরের কেশবপুর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ওয়ার্ডের বিশ্বাসপাড়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুল হকের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে সেই নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা সুলতানা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমরান খান কারী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস প্রমুখ।
এ সময় ওই ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ ওয়ার্ডের নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন