সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে বিশ্বাস বিল্ডার্সের জমি দখলচেষ্টার অভিযোগ

সাভারের বিরোধপূর্ণ জমি। ছবি : কালবেলা
সাভারের বিরোধপূর্ণ জমি। ছবি : কালবেলা

সাভারে বিশ্বাস বিল্ডার্সের জমি জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ভূমিদস্যু আব্দুল জব্বার ও তার বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বিশ্বাস বিল্ডার্সের পক্ষে সাভার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জানা যায়, সাভার থানাধীন দেউল মৌজার আরএস ৩৭ নং দাগের মোট ৮৫ শতক জমি দলিলমূলে কিনে বিশ্বাস বিল্ডার্স বহু বছর ধরে ভোগ দখল করে আসছে। কিন্তু সম্প্রতি আসামি আ. জব্বার, তার ছেলে কামরুজ্জামান বাপ্পী ও সহযোগীরা জোরপূর্বক প্রকল্প এলাকায় প্রবেশ করে প্রাচীর নির্মাণের চেষ্টা করে।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, জমিটি দীর্ঘদিন ধরে বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের দখলে ও মালিকানায় রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জমিটি আগে আ. জব্বার পিতা আ. মজিদ, মধ্যস্থতাকারী হিসেবে আ. কুদ্দুস গং-এর কাছ থেকে মুজিবুল হক খান এবং জাহানারা আহাম্মেদ কেনেন। পরে তারা বৈধ প্রক্রিয়ায় বিশ্বাস বিল্ডার্স লিমিটেডের কাছে জমিটি বিক্রি করেন।

অভিযোগে আরও বলা হয়, দলিল সম্পাদনের পর বিক্রেতারা জমির পূর্ণ দখল ক্রেতা প্রতিষ্ঠানের কাছে বুঝিয়ে দেন। এরপর বিশ্বাস বিল্ডার্স লিমিটেড উক্ত জমি উন্নয়ন করে প্লট আকারে ভাগ করে রাস্তা নির্মাণ, গাছপালা রোপণসহ নিয়মিতভাবে ভোগদখল করে আসছে। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, তারা বহু বছর ধরে আইনগতভাবে জমিটি ব্যবহার করছেন। তবুও সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি জমিটি দখলের পাঁয়তারা করছে, যা সম্পূর্ণ বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত।

‘বিষয়টি জানাজানি হলে বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ মো. ওহাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে কাগজপত্রসহ আলোচনায় বসার নির্দেশ দেন এবং ২৭ অক্টোবর তারিখ নির্ধারণ করেন। তবে নির্দেশ অমান্য করে জব্বার ও তার বাহিনী রাতে পুনরায় অবৈধভাবে প্রাচীর নির্মাণ করে। পরে সেই প্রাচীর নিজেরাই আবার ভেঙে ফেলে এবং বিশ্বাস বিল্ডার্সের বিরুদ্ধে উল্টো থানায় অভিযোগ করে হয়রানি শুরু করে বলে দাবি করেন কোম্পানির কর্মকর্তারা।’

অভিযোগে আরও বলা হয়, জব্বার ও তার সহযোগীরা এলাকায় দীর্ঘদিন ধরে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন এবং নানা প্রকার বেআইনি কার্যক্রম চালিয়ে আসছে। তাদের ভয়ে স্থানীয় অনেকেই মুখ খুলতে সাহস পান না।

বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, আমরা বৈধভাবে দলিলমূলে জমি কিনে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। অথচ ভূমিদস্যু জব্বার তার প্রভাববলয় ব্যবহার করে আমাদের জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডা. মো. শহিদুল আলমের নেতৃত্বে সাতক্ষীরায় বিএনপির ৩১ দফা প্রচারণা

গুলেরের মাইলফলকে রিয়ালের বাড়তি খরচ

নতুন বিপদে ইসরায়েল, সামরিক কর্মকর্তাদের নিরাপত্তায় কঠোর পদক্ষেপ

তরুণদের নিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : ব্যারিস্টার অসীম

শেরপুরে মসজিদে ঢুকে হামলা ও ভাঙচুর

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের গুলিতে নিহত বেড়ে ২

বিপিএলে দল পাচ্ছে না নোয়াখালী ও খুলনা

বেহেশতের নিশ্চয়তা দিতে পারলে প্রার্থিতা প্রত্যাহার করে নেব : মমিনুল হক

শীত কখন আসছে, জানাল আবহাওয়া অফিস

১০

বিল পরিশোধ করতে পারেননি মা, নবজাতককে বিক্রি করে দিল হাসপাতাল!

১১

সুদের টাকার জন্য কৃষককে বেঁধে নির্যাতনের অভিযোগ

১২

দলীয় প্রার্থীর বিষয়ে তারেক রহমানের বার্তা

১৩

সিলেটে সড়ক অবরোধ করে ডিসি অফিস ঘেরাও

১৪

পারমাণবিক স্থাপনা নিয়ে নতুন ঘোষণা ইরানের

১৫

কাদাপানিতে মাখামাখি রাজশাহী বিভাগীয় বইমেলা

১৬

শিক্ষকতার ওপরে কোনো পেশা নেই : রাবি উপাচার্য

১৭

যশোর-৬ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীরা এক মঞ্চে

১৮

জবি ছাত্রদলের দপ্তর সম্পাদক হলেন মোজাম্মেল মামুন ডেনি

১৯

একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু

২০
X