ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

অনিন্দ্যসুন্দর হলুদ প্রজাপতি কমন গ্রাস ইয়েলো

কমন গ্রাস ইয়েলো। ছবি : কালবেলা
কমন গ্রাস ইয়েলো। ছবি : কালবেলা

প্রকৃতি ও ফুলের উপর নৃত্য করে করে মাঝে মাঝে বসছিল ফুলে ও পাতায়। বসার সময়টা বেশি ছিল না, মাত্র কয়েক সেকেন্ড। এরই মধ্যে আবারও শূন্যে নৃত্য করে করে ওড়াউড়ি করছিল কয়েকটি উজ্জ্বল হলুদ রঙের প্রজাপতি।

উজ্জ্বল হলুদ রঙের প্রজাপতিদের মনোমুগ্ধকর ওড়াউড়িতে মুখরিত হয়ে উঠেছিল পরিবেশ, আর প্রকৃতি হয়ে উঠেছিল অলংকারময়। উজ্জ্বল হলুদ রঙের ডানা, যা এদেরকে দেখতে খুব আকর্ষণীয় করে তুলেছিল। এমন মনোমুগ্ধকর দৃশ্য যে কাউকে অনায়াসেই আকৃষ্ট করার মতো সুন্দর।

চোখ আটকে যাওয়া সুন্দর এ দৃশ্য দেখা গেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দেউস এলাকার সড়কের পাশের একটি স্থানে। কুকসিমা ঘাসের ফুলজুড়ে বেশ কয়েকটি হলুদ রঙের প্রজাপতির ওড়াউড়িতে পরিবেশটাও যেন নৈসর্গিক সৌন্দর্যে সুন্দর হয়ে উঠেছিল।

জানা গেছে, হলুদ ডানার এ প্রজাপতির বৈজ্ঞানিক নাম ইউরেমা হেকাবে। এর ইংরেজি নাম কমন গ্রাস ইয়েলো। এটিকে ‘তৃণ গোধূম’ প্রজাপতি বলা হয়। এর পরিসরের কিছু অংশে এটি কেবল ‘ঘাস হলুদ’ নামেও পরিচিত। তবে এ নামটি পুরো ইউরেমা গণকেও বুঝায়। এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় সর্বত্র এর বিস্তার। এটি পিয়েরিডি গোত্রের ইউরেমা গণের সাধারণ প্রজাতির একটি প্রজাপতি।

মাঝারি আকৃতির কমন গ্রাস ইয়েলো প্রজাপতি খুব বেশি উপরে উঠে না। এদেরকে মাটির কাছাকাছি উড়তে দেখা যায়। এরা ধীর গতিতে ওড়ে। খুব পরিচিত এ প্রজাপতিদের সাধারণত বিভিন্ন ফুল গাছ, খোলা তৃণভূমি, ঘাস এবং লতাগুল্মের ঝোপঝাড়ের মধ্যে বেশি পাওয়া যায়। এদেরকে এ দেশের প্রায় সর্বত্রই দেখা যায়। এ প্রজাতির প্রজাপতিদের ফসলি জমি বিশেষ করে সবজি ক্ষেতেও দেখা যায়। ফুল ও স্যাঁতসেঁতে জায়গা এদের বেশি পছন্দ। এরা মূলত ফুল থেকে মিষ্টি রস বা নেকটার খায়। এ ছাড়া কিছু প্রজাপতি মাটি ও পচা ফল থেকে রস শোষণ করে খায়।

উজ্জ্বল হলুদ রঙে রাঙা কমন গ্রাস ইয়েলো প্রজাপতির পোষক গাছ হচ্ছে বাবলা, কুঁচ, ধইঞ্চা, খইয়াবাবলা, চাকুন্দা, সোনালু। প্রজননের জন্য এরা এসব গাছের পাতা ব্যবহার করে থাকে। এই প্রজাতির প্রজাপতিরা দলবদ্ধভাবে প্রজনন করে থাকে। বছরে এরা কয়েকবার বংশবিস্তার করে থাকে। এই প্রজাপতির জীবনচক্র সম্পন্ন হতে প্রায় ২০ দিন সময় লাগে।

উজ্জ্বল হলুদ রঙের ডানার এই প্রজাপতির ডানায় কালো ছোপ বা পাড় রয়েছে। ডানার দাগগুলো সরু, তবে স্ত্রী প্রজাপতির ডানার দাগ মোটা হয়ে থাকে। একসময় ডানার দাগেও পরিবর্তন আসে। তবে গ্রীষ্ম মৌসুমে ডানার দাগগুলো সরু হয়ে যায়। আর্দ্র ও শুষ্ক মৌসুমে এদের দুই রকমের চেহারা দেখা যায়।

প্রকৃতি ও পরিবেশপ্রেমী আবু হেনা নাসির উদ্দিন বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় সুন্দর ডানার প্রজাপতিদের ভূমিকা রয়েছে। উদ্ভিদের পরাগায়নেও প্রজাপতিরা ভূমিকা রাখছে। এ ছাড়াও প্রজাপতি নকশাখচিত সুন্দর ডানার মনোমুগ্ধকর একটি আকর্ষণীয় প্রাণী। এদেশে অনেক রঙের প্রজাপতি দেখা যায়। এদের মধ্যে উজ্জ্বল হলুদ বা কমলা রঙের কমন গ্রাস ইয়েলো প্রজাপতি দেখতে বেশ সুন্দর।

তিনি আরও বলেন, প্রজাপতির জীবন চক্র অদ্ভুত রকমের। এদের জীবনচক্র চারটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে ডিম, তারপর শুয়োপোকা বা লার্ভা, পিউপা, পরিশেষে পূর্ণাঙ্গ প্রজাপতিতে রূপ নেয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা কালবেলাকে বলেন, প্রকৃতিতে ও ফুলে উড়ে বেড়ানো অনিন্দ্যসুন্দর প্রজাপতির প্রতি প্রতিটি মানুষেরই বিশেষ আকর্ষণ রয়েছে। তেমনি এক মনজুড়ানো প্রজাপতি কমন গ্রাস ইয়েলো। আমাদের দেশের প্রকৃতির মাঝে সচরাচর এদের দেখা মেলে।

তিনি আরও বলেন, প্রজাপতিরা পরাগায়নে সাহায্য করে, যা ফল ও বীজ উৎপাদনে সহায়ক। তবে তাদের বাচ্চা (শুঁয়োপোকা বা লার্ভা) পাতা ও ফুল খেয়ে গাছের পাতা বা ফসল নষ্ট করে থাকে। অধিকাংশ প্রজাপতির লার্ভা বা শুঁয়োপোকা ফসলের জন্য ক্ষতিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ভাতিজার জানাজা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চাচা

ফেসবুক থেকে আয় করবেন যেভাবে

প্রতিপক্ষের জালে ৭ গোল দিল ব্রাজিল

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে যা বললেন নাহিদ

স্মার্ট টিভিতে এআই বদলে দিচ্ছে বিনোদনের ধরন

বজ্রপাতের আগুনে পুড়ল ২৩ দোকান

আবারও আইনি জটিলতায় বলিউড ভাইজান

বিশ্বমঞ্চে বাংলাদেশের জয়গান / গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা’র ওয়ার্ল্ড লাক্সারি এ্যাওয়ার্ড জয়

হানিয়ার প্রেম নিয়ে নতুন গুঞ্জন

নতুন পে-স্কেলে ‘গ্রেড’ কমিয়ে বেতন বাড়ানোর প্রস্তাব

১০

ইন্টারনেট বন্ধের সুযোগ বন্ধ

১১

চমক রেখে অ্যাশেজের প্রথম টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

১২

বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

১৩

শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ফিলিপাইনের মধ্যাঞ্চল, মৃত্যু ৬৬

১৪

সুরের মূর্ছনায় বোস্টন মাতালেন বাপ্পা মজুমদার

১৫

এশিয়া র‌্যাংকিংয়ে শীর্ষ ২৩০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

১৬

নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না : ডা. শফিকুর রহমান

১৭

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস

১৮

বিএনপির কাছে যত জনের প্রার্থী তালিকা দিয়েছে যুগপতের শরিকরা 

১৯

দল থেকে বাদ পড়লেন মার্তিনেজ, জানা গেল কারণ

২০
X