

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিনের শুরুতে এক দফা কমলেও বাজার চাঙ্গা হওয়ার সঙ্গে সঙ্গে দাম বাড়তে থাকে। তবে তা আগের রেকর্ড ছাড়ানোর পথে নেই, বরং এখনো বাজার নিম্নমুখী। খবর রয়টার্সের।
এ দিন লেনদেনের মাঝামাঝি সময় স্পট গোল্ড প্রতি আউন্স ৩,৯৯৬.৬৮ ডলারে দাঁড়িয়েছে। সেশনের শুরুতে ০.৯% কমেছিল দাম। অপরদিকে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার প্রতি আউন্স ৪,০০৭.৭০ ডলারে দাঁড়িয়েছে।
ব্যাংকিং গ্রুপ সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেছেন, সোনার দাম ৪,০০০ ডলারের আশপাশে থাকছে। আগামী কয়েক সপ্তাহ বাজার বোঝার জন্য গুরুত্বপূর্ণ। আরও উত্থানের সুযোগ আছে নাকি আমরা কোনো বড় সংশোধন দেখতে পাচ্ছি, তখন তা স্পষ্ট হবে।
তিনি আরও বলেন, আমরা শক্তিশালী মার্কিন ডলার দেখতে পাচ্ছি। ডিসেম্বরে হ্রাসের প্রত্যাশা ক্রমেই কমছে। এছাড়াও ইল্ড বাড়ছে এবং এটি সোনার ওপর প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা সুদের হার কোন দিকে যাবে সেজন্য মার্কিন অর্থনৈতিক তথ্যের জন্য অপেক্ষা করছেন।
গত তিন মাসের মধ্যে ডলারের মান এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার কমানো নিয়ে বিভক্ত অবস্থান নেওয়ায় বিনিয়োগকারীরা আরেকটি হার কমানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
কে-সিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ডলারের শক্তি স্বর্ণের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীরা এখন বছরের শেষে আরেক দফা সুদের হার কমানোর সম্ভাবনা পুনর্মূল্যায়ন করছেন।
গত সপ্তাহে ফেড এই বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার কমিয়েছিল। তবে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানান, আরেকটি হার কমানো এখনই নিশ্চিত নয়।
বর্তমানে বিনিয়োগকারীরা ডিসেম্বর মাসে হার কমার সম্ভাবনা ৬৫ শতাংশ হিসেবে ধরছেন, যা পাওয়েলের বক্তব্যের আগে ৯০ শতাংশের বেশি ছিল।
মন্তব্য করুন