সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় গ্রিন ইনোভেশন ফেয়ার : তরুণদের পরিবেশবান্ধব উদ্যোগে টেকসই উন্নয়নের বার্তা

গ্রিন ইনোভেশন ফেয়ার ২০২৫। ছবি : কালবেলা
গ্রিন ইনোভেশন ফেয়ার ২০২৫। ছবি : কালবেলা

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো ‘গ্রিন ইনোভেশন ফেয়ার ২০২৫’ বা সবুজ উদ্ভাবন মেলা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে (লেকভিউ) আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো, অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এফওআরটি প্রকল্পের আওতায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. বদরুদ্দোজা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাশ, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মুনির হোসেন, সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, টিটিসি সাতক্ষীরার অধ্যক্ষ অপু হালদার, জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, জেডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, প্রথম আলোর সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জিসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা।

মেলায় ১৫টি স্টলের মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোক্তারা তাদের উদ্ভাবন তুলে ধরেন। প্রদর্শিত উদ্ভাবনের মধ্যে ছিল প্লাস্টিকের বেতি দিয়ে ঘরের সিলিং, বেড়া ও ঝুড়ি তৈরি, ধোঁয়াবিহীন ইকোব্রিক, ভার্মি কম্পোস্ট উৎপাদন, ছাদকৃষি, বাঁশ ও পাটের তৈরি সামগ্রী, চিপসের মোড়ক দিয়ে মাদুর, মাশরুম চাষ, বস্তায় আদা চাষ, অর্গানিক সবজি উৎপাদন, পানিশোধন প্রকল্প, নিমপাতা ও কাঁচা হলুদ দিয়ে সাবান ও তেল তৈরি ইত্যাদি।

মেলায় উপস্থিত বক্তারা বলেন, দ্রুত নগরায়ণ, শিল্পায়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বেড়েছে। এ সংকটে তরুণরাই হয়ে উঠছে পরিবর্তনের চালিকাশক্তি। তারা স্থানীয়ভাবে পরিবেশবান্ধব সমাধান তৈরি করে টেকসই উন্নয়নের অনুশীলন ছড়িয়ে দিচ্ছে।

সিডোর প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস স্বাগত বক্তব্যে বলেন, ‘এ আয়োজন তরুণ উদ্ভাবকদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজেদের কাজ প্রদর্শন, অভিজ্ঞতা বিনিময় ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন।’

অ্যাকশনএইড বাংলাদেশের সিনিয়র অফিসার মাহিনুর রহমান মেলার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। সাতক্ষীরা ইয়ুথ হাবের সভাপতি সাকিব হাসান সবুজ উদ্যোক্তাদের কর্মকাণ্ড নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

দিনব্যাপী আয়োজনে অংশ নেওয়া উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজনকে বাছাই করা হয়, যারা পরবর্তীতে জাতীয় পর্যায়ে ‘গ্রিন ইনোভেশন ফেয়ার’-এ তাদের প্রোডাক্ট প্রদর্শনের সুযোগ পাবেন। অংশগ্রহণকারী প্রতিটি স্টলকেও পুরস্কার প্রদান করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বাড়িয়ে তুলবে, পাশাপাশি টেকসই ও সবুজ অর্থনীতির পথে বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবিতে বিদায়ী শিক্ষার্থীদের ‘আল ই’তিসাম-২১’  শিক্ষা সমাপনী অনুষ্ঠিত

মঞ্চে দেরি করে আসায়, বিতর্কে মাধুরী

শুক্রবার ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ভোটার ও প্রার্থীদের সুবিধার্থে পরীক্ষা স্থগিত রাখার দাবি জবি ছাত্র ফ্রন্টের

জেমকন গ্রুপের সিইও কাজী আনিসের সম্পদ জব্দ

২০২৬ সালে কত দিন ছুটি, জানাল সরকার

পরীক্ষামূলক পরিচালনার সময় দুর্ঘটনায় ট্রেন, মারাত্মক ক্ষতিগ্রস্ত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের ল্যাব উদ্বোধন

বিপিএলের ১২তম আসরে যে নামে খেলবে রাজশাহী

খুলনার কয়রায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

আমার পঞ্চাশ বছর বয়সী লুকটা দেখার অপেক্ষায় আছি: পরী মণি

১১

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারী প্রার্থীদের জন্য নতুন নিয়ম

১২

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

১৩

ময়মনসিংহে পৃথক দুটি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

১৪

বিপিএল : নিলামের আগেই দল পেলেন তামিম

১৫

শাহরুখপুত্রের প্রেমিকা লারিসার বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ 

১৬

বিয়ে হচ্ছে না? এই ৫ আমলে দ্রুত মিলবে সমাধান

১৭

টাইফুনের তাণ্ডবে জরুরি অবস্থা জারি

১৮

গুম করার অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

১৯

খুলনায় নবায়নযোগ্য শক্তিবিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার

২০
X