আবু তালহা রায়হান
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দেশের মূলধারার গণমাধ্যমে দিন দিন বাড়ছে কওমি মাদ্রাসা থেকে শিক্ষালাভ করা আলেমদের উপস্থিতি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাংবাদিকতা পেশায় নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন তারা। প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও ডিজিটাল মিডিয়া— সব মাধ্যমেই দেখা যাচ্ছে কওমি মাদ্রাসাপড়ুয়া আলেম সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ।

অনেকে কওমি শিক্ষাব্যবস্থাকে মূলধারার বাইরে মনে করলেও, সাম্প্রতিক বছরগুলোতে এই ধারার শিক্ষিত তরুণদের মিডিয়া জগতে প্রবেশ নতুন দিগন্ত খুলে দিচ্ছে। কেউ সংবাদ সম্পাদনা করছেন, কেউ রিপোর্টিং বা প্রোগ্রাম প্রযোজনায় যুক্ত, আবার কেউ প্রতিষ্ঠা করছেন স্বতন্ত্র ধারার অনলাইন পোর্টালও। গণমাধ্যমে নৈতিকতা, ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে তারা সাংবাদিকতাকে আরও দায়িত্বশীলভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সংবাদকক্ষ আজ কেবল খবর পরিবেশনের স্থান নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। এই প্রভাবশালী অঙ্গনে কওমি আলেমদের অংশগ্রহণ নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

বিশ্বায়নের এই সময়ে সংবাদকক্ষের ব্যস্ত পরিবেশে যারা কওমি ঘরানার শিক্ষার আলো নিয়ে দ্যুতি ছড়াচ্ছেন, সেসব আলেম সাংবাদিকের সংক্ষিপ্ত পরিচিতি নিয়েই আজকের প্রতিবেদন।

মাওলানা উবায়দুর রহমান খান নদভী

সিনিয়র সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব

প্রখ্যাত আলেম সাংবাদিক মাওলানা উবায়দুর রহমান খান নদভী ১৯৮৩ সালে কিশোরগঞ্জের আল জামিয়া ইমদাদিয়া থেকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন। এরপর ১৯৮৪ সালে পটিয়া মাদ্রাসা থেকে আরবি ভাষা ও সাহিত্যে উচ্চতর লেখাপড়া শেষ করেন। ১৯৯৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএ (মাস্টার্স) ডিগ্রিও লাভ করেন। বর্তমানে তিনি দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কওমি মাদ্রাসাকেন্দ্রিক শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন।

মাওলানা লিয়াকত আলী

সিনিয়র সহসম্পাদক, দৈনিক নয়া দিগন্ত

খ্যাতনামা আলেম সাংবাদিক মাওলানা লিয়াকত আলী রাজধানীর জামিয়া কোরআনিয়া লালবাগ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি এসএসসিতে যশোর বোর্ডে মেধাতালিকায় ৬ষ্ঠ স্থান ও এইচএসসিতে ঢাকা বোর্ডে ৭ম স্থান লাভ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় বিএ (অনার্স) ও এমএ (মাস্টার্স) সম্পন্ন করেন। বর্তমানে তিনি দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহসম্পাদক হিসেবে কর্মরত আছেন। এছাড়া মিরপুরের মাদ্রাসা দারুর রাশাদের শিক্ষা সচিব ও জামিয়া রহমানিয়া ঢাকার সিনিয়র মুহাদ্দিস হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মুফতি এনায়েতুল্লাহ

সহকারী সম্পাদক, বার্তা২৪.কম

বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ থেকে ২০০০ সালে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন। পরের বছর একই প্রতিষ্ঠান থেকে ইফতাও (উচ্চতর ইসলামী আইন গবেষণা) সম্পন্ন করেন। ইসলামী অঙ্গনের জনপ্রিয় এই সাংবাদিক কাজ করেছেন দৈনিক সমকাল, বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম ও দেশ রূপান্তরসহ একাধিক মিডিয়ায়। বর্তমানে তিনি বার্তা টোয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত।

মাওলানা জহির উদ্দিন বাবর

প্রধান বার্তা সম্পাদক, ঢাকা মেইল

মাওলানা জহির উদ্দিন বাবর ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরে মিরপুরের মাদ্রাসা দারুর রাশাদ থেকে সাহিত্য-সাংবাদিকতায় বিশেষ কোর্স গ্রহণ করেন। পাশাপাশি সরকারি কবি নজরুল কলেজ থেকে ইসলামিক স্টাডিজ বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। বর্তমানে তিনি প্রথম সারির অনলাইন সংবাদমাধ্যম ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক হিসেবে কর্মরত।

হাফিজ মাওলানা মাসউদুল কাদির

ইসলাম বিভাগীয় প্রধান, দৈনিক প্রতিদিনের সংবাদ

সংবাদ ও সাংবাদিকতার জগতে প্রায় দুই যুগ পার করা হাফিজ মাসউদুল কাদির দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম থেকে। অনার্স ও মাস্টার্স করেছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনা শেষ করে মিডিয়ায় পা রেখেই আলেম সাংবাদিক হিসেবে বেশ সুনাম লাভ করেন তিনি। কাজ করেছেন দৈনিক আমার বার্তা, দৈনিক প্রভাতসহ একাধিক গণমাধ্যমে। পাশাপাশি ইমাম বাতায়ন-এর সম্পাদকীয় বোর্ডের সদস্যও ছিলেন। বর্তমানে তিনি দৈনিক প্রতিদিনের সংবাদের বিভাগীয় প্রধান (ইসলাম) হিসেবে দায়িত্বরত।

মাওলানা মিরাজ রহমান

বিভাগীয় প্রধান (ইসলাম), দৈনিক খবরের কাগজ

মাওলানা মিরাজ রহমান দাওরায়ে হাদিস সম্পন্ন করেন রাজধানীর লালবাগ মাদ্রাসা থেকে। পড়েছেন জেনারেল শিক্ষাও। দেশের প্রথম পূর্ণাঙ্গ ইসলামবিষয়ক অনলাইন পোর্টাল ‘প্রিয় ইসলাম’-এর সৃষ্টি ও পথচলা তারই হাতে। প্রোডাক্টিভ মুসলিম, মুসলিম সভ্যতার ১০০১ আবিষ্কার ও দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.) তার বেস্টসেলার বই। বর্তমানে তিনি দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন।

আরও পড়ুন : ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

আরও পড়ুন : যখন মনে হবে ‘আর পারছি না’, এই ৪ আমলই খুলে দেবে নতুন দুয়ার

মুফতি কাসেম শরীফ

বিভাগীয় প্রধান (ইসলাম), কালের কণ্ঠ

মুফতি কাসেম শরীফ দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন ঐতিহ্যবাহী পটিয়া মাদ্রাসা থেকে। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে অনার্স-মাস্টার্স করেছেন। বর্তমানে দৈনিক কালের কণ্ঠের ইসলামী জীবন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নিউজ টুয়েন্টিফোরের নিয়মিত আয়োজন আলোকিত প্রতিদিনের সঞ্চালকও তিনি।

মুফতি সাইফুল ইসলাম

উপস্থাপক, নেক্সাস টেলিভিশন

দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘আলোকিত জ্ঞানী’-এর উপস্থাপক মুফতি সাইফুল ইসলাম ২০০০ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন চট্টগ্রামের মুঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা থেকে। এরপর ২০০২ সালে ইফতাও সম্পন্ন করেন তিনি। কর্মজীবনের শুরু থেকেই একাধিক টিভি চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করেছেন মেধাবী এই আলেম। বর্তমানে তিনি নেক্সাস টেলিভিশনে প্রোগ্রাম কোঅর্ডিনেটর (ইসলামিক) হিসেবে দায়িত্বরত। পাশাপাশি ধানমন্ডির বিখ্যাত মসজিদ উত তাকওয়ার খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মাওলানা আলী হাসান তৈয়ব

বিভাগীয় প্রধান (ইসলাম), আমার দেশ

মাওলানা আলী হাসান তৈয়ব মিরপুরের জামেউল উলুম থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর আল মারকাযুল ইসলামি থেকে আদব ও মাদ্রাসা দারুর রাশাদ মিরপুর থেকে সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ কোর্স গ্রহণ করেন। ইসলামের শাশ্বত জীবনদর্শন বাঙালি পাঠকসমাজের কাছে সহজভাবে তুলে ধরার পুণ্যব্রত হাতে নেওয়া এই আলেম বর্তমানে দৈনিক আমার দেশের ইসলাম বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। পাশাপাশি আন-নুর জামে মসজিদের খতিব এবং মাদ্রাসা আবু রাফের মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

মাওলানা তোফায়েল গাজালি

বিভাগীয় প্রধান (ইসলাম), দৈনিক যুগান্তর

মাওলানা তোফায়েল গাজালির পড়ালেখার হাতেখড়ি সিলেটের কানাইঘাট উপজেলার নিজ এলাকায়। এরপর মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ২০১০ সালে রাজধানীর ইসলামবাগ মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। ২০১২ সালে দৈনিক স্বাধীন বাংলায় সহসম্পাদক হিসেবে যোগদানের মাধ্যমে পেশাদার সাংবাদিকতায় পা রাখেন তিনি। বর্তমানে তিনি দৈনিক যুগান্তরের ইসলাম বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুফতি আবদুল্লাহ তামিম

বিভাগীয় প্রধান (ইসলাম), সময় টেলিভিশন

মুফতি আবদুল্লাহ তামিম দাওরায়ে হাদিস শেষ করেন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে। এরপর জামিয়া শায়েখ জাকারিয়া কাঁচকুড়া উত্তরা মাদ্রাসায় ইফতা পড়েন। পাশাপাশি ঢাকা আলিয়া থেকে কামিল ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বিএ (অনার্স) করেছেন। বর্তমানে সময় টেলিভিশনের ইসলাম বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন তিনি।

লিয়াকত আমিনী

বিভাগীয় প্রধান (মফস্বল), দেশকাল নিউজ

লিয়াকত আমিনীর প্রাথমিক পড়াশোনা ময়মনসিংহে। এরপর রাজধানীর আজিমপুরের ফয়জুল উলুম মাদ্রাসাসহ বেশ কয়েকটি মাদ্রাসায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেন। ১৯৮৯ সালে তিনি লালবাগের জামেয়া কোরআনিয়ায় দাওরায়ে হাদিস জামাতে ভর্তি হন। ওই বছর আলিয়া মাদ্রাসা থেকে আলেম (এইচএসসি) পাস করেন। সবশেষ ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে এমএ সম্পন্ন করেন তিনি। কর্মজীবনের শুরু থেকেই মূলধারার বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন আমিনী। বর্তমানে তিনি দেশকাল নিউজের বিভাগীয় প্রধান (মফস্বল) হিসেবে কর্মরত।

মুফতি আমিন ইকবাল

বিভাগীয় প্রধান (ইসলাম), দৈনিক সময়ের আলো

২০১২ সালে রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস পাস করেন মুফতি আমিন ইকবাল। পরের বছর মিরপুরের খাদিমুল ইসলাম মাদ্রাসা থেকে ইফতা সম্পন্ন করেন। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অনার্সে অধ্যয়ন করেছেন। কর্মজীবনের শুরু থেকেই মূলধারার একাধিক গণমাধ্যমে কাজ করেছেন তরুণ এই আলেম। বর্তমানে তিনি দৈনিক সময়ের আলোর বিভাগীয় প্রধান (ইসলাম) হিসেবে কর্মরত।

হাফিজ মাওলানা মহিম মাহফুজ

সাহিত্য সম্পাদক, আমার দেশ

বাংলাদেশের উম্মুল মাদারিসখ্যাত মুঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন হাফিজ মাওলানা মহিম মাহফুজ। এরপর আরবি ভাষা ও সাহিত্যে পড়াশোনার পাশাপাশি বাংলা সাহিত্যেও অনার্স করেছেন তিনি। কর্মজীবনের শুরু থেকে কাজ করেছেন একাধিক গণমাধ্যমে। বর্তমানে তিনি দৈনিক আমার দেশের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুফতি মুহাম্মদ মর্তুজা

সহসম্পাদক, দৈনিক কালের কণ্ঠ

মুফতি মুহাম্মদ মর্তুজা বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইসলামিয়াতে প্রাথমিক থেকে শুরু করে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত পড়াশোনা করেছেন। একই প্রতিষ্ঠান থেকে ইফতাও সম্পন্ন করেন। এরপর ২০১৩ সালের রমজানে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরার ফতোয়া সংকলন প্রকল্পে যোগ দেন মর্তুজা। ২০১৯ সালের ১ এপ্রিল যোগ দেন দৈনিক কালের কণ্ঠে। বর্তমানে তিনি এখানেই কর্মরত (সহসম্পাদক)।

মাওলানা আতাউর রহমান খসরু

সহসম্পাদক, দৈনিক কালের কণ্ঠ

মাওলানা আতাউর রহমান খসরু রাজধানীর মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে তাকমিল (দাওরা হাদিস) সম্পন্ন করেন। ইফতা পড়েন চৌধুরীপাড়ার শেখ জনুরুদ্দিন (রহ.) দারুল কুরআন মাদ্রাসায়। এরপর মিরপুরের মাদ্রাসা দারুর রাশাদে দুই বছর সাহিত্য ও সাংবাদিকতা পড়েন। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে দৈনিক কালের কণ্ঠে সহসম্পাদক পদে কর্মরত তিনি।

মাওলানা মনযূরুল হক

বিভাগীয় প্রধান (ইসলাম),দৈনিক প্রথম আলো

মাওলানা মনযূরুল হক বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাকমিল এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০১৫ সালে বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগ ‘সামহোয়্যার ইন ব্লগ’থেকে সেরা ফিচার লেখক সম্মাননা লাভ করেন তিনি। বর্তমানে দৈনিক প্রথম আলোতে সহসম্পাদক (ইসলাম) হিসেবে দায়িত্ব পালন করছেন মেধাবী এই আলেম সাংবাদিক।

আরও পড়ুন : অ্যান্ড্রয়েড ফোনের লুকানো এই সেটিং মুহূর্তেই ফাঁকা করবে ফোনের স্টোরেজ!

আরও পড়ুন : যে অ্যাপগুলো আপনার ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে দিচ্ছে

মাওলানা তানজিল আমির

সহসম্পাদক, দৈনিক যুগান্তর

মাওলানা তানজিল আমির ২০১৭ সালে রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া শারইয়্যা মালিবাগ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর ইসলামী আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন বসুন্ধরার মারকাযুত তালিম আল ইসলামিয়া থেকে। পুরোদস্তুর কওমি মাদ্রাসায় পড়ুয়া এ আলেম বিস্তৃত পরিসরে কাজের সুবাদে পাড়ি জমিয়েছেন সংবাদ ও সাংবাদিকতার জগতে। বর্তমানে তিনি দৈনিক যুগান্তরের অনলাইন বিভাগে সহসম্পাদক হিসেবে কাজ করছেন।

মুফতি মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

সিনিয়র সহসম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশ

আলেম সাংবাদিক মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ পবিত্র কোরআন হিফজ করেছেন ফরিদপুরের মাদ্রাসা আবদুল্লাহ বিন উমর (রা.) থেকে। হাদিসে মাস্টার্স করেছেন ঢাকার জামিয়া শারইয়্যাহ মালিবাগে। এরপর বিশ্বখ্যাত বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দে পড়েছেন উচ্চতর হাদিস বিষয়ে। ইসলামি আইন ও বিচার বিষয়ে পড়েছেন দেওবন্দেই অবস্থিত জামিয়া ইমাম মুহাম্মদ (রহ.)-এ। বর্তমানে তিনি দৈনিক আলোকিত বাংলাদেশে সিনিয়র সহসম্পাদক হিসেবে নিযুক্ত আছেন।

মুফতি আরিফ খান সাদ

সহসম্পাদক, দৈনিক সময়ের আলো

মুফতি আরিফ খান সাদ রাজধানীর উত্তরা বাইতুস সালাম মাদ্রাসায় প্রাথমিক পড়ালেখা শেষ করে ভর্তি হন চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীতে। সেখান থেকে দাওরায়ে হাদিস শেষ করেন। এরপর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার থেকে ইফতা সম্পন্ন করেন। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজে অনার্সও করেছেন এই আলেম সাংবাদিক। বর্তমানে তিনি দৈনিক সময়ের আলোর সহসম্পাদক হিসেবে কাজ করছেন।

মাওলানা জামিল আহমদ

সহসম্পাদক, গ্লোবাল টেলিভিশন

মাওলানা জামিল আহমদ ২০১৭ সালে মাদ্রাসায়ে বাহরুল উলূম, ঢাকা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। একই বছর আওয়ার ইসলাম দিয়ে সাংবাদিকতায় পা রাখেন তিনি। এরপর বিভিন্ন অনলাইন ও দৈনিকে কাজ করেছেন। এ ছাড়া মাসিক ফুলের হাসি পত্রিকায় অর্ধযুগেরও বেশি সময় সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্লোবাল টেলিভিশনে কর্মরত।

মাওলানা জাকারিয়া হারুন

সহসম্পাদক, সময় টেলিভিশন

প্রাথমিক পড়ালেখা শেষে ২০০৮ সালে রাজধানীর জামিয়া রাহমানিয়ায় ভর্তি হন মাওলানা জাকারিয়া হারুন। সেখান থেকেই ২০১৫ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর জামিয়া মাদানিয়া বারিধারা থেকে ইফতা (উচ্চতর ইসলামী আইন গবেষণা) সম্পন্ন করেন। পাশাপাশি আলিম ও ফাজিল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে কামিলে পড়াশোনা করছেন। বর্তমানে তিনি সময় টিভিতে সহসম্পাদক হিসেবে কর্মরত।

মাওলানা নোমান বিল্লাহ

সহসম্পাদক, সময় টেলিভিশন

মাওলানা নোমান বিল্লাহ ২০০৮ সালে তাহফিজুল কোরআন এবং ২০১৮ সালে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। বর্তমানে সময় টেলিভিশনে সহসম্পাদক হিসেবে নিযুক্ত আছেন তিনি।

মাওলানা হেদায়াতুল্লাহ

সহসম্পাদক, দৈনিক কালের কণ্ঠ

মাওলানা মুহাম্মদ হেদায়াতুল্লাহ চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর একই প্রতিষ্ঠানে উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স করেছেন এই আলেম। বর্তমানে তিনি দৈনিক কালের কণ্ঠে সহসম্পাদক হিসেবে যুক্ত আছেন।

হাফিজ মাওলানা বেলায়েত হুসাইন

সহসম্পাদক, দৈনিক নয়া দিগন্ত

মাওলানা বেলায়েত হুসাইন মিরপুরের জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া থেকে তাহফিজুল কোরআন এবং জামিয়া ইসলামিয়া লালমাটিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়া থেকে ইফতা সম্পন্ন করেন। লেখালেখির প্রতি প্রবল টান সাংবাদিকতায় নিয়ে আসে তাকে। কর্মজীবনের শুরুতেই দৈনিক নয়া দিগন্তে সহসম্পাদক হিসেবে যোগদান করেন তিনি। বর্তমানেও প্রতিষ্ঠানটিতে কর্মরত এই আলেম সাংবাদিক (সহসম্পাদক)।

মুফতি আবু সাঈদ

সহসম্পাদক, দৈনিক নয়া দিগন্ত

মাওলানা আবু সাঈদ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও দাওরা সম্পন্ন করেছেন রাজধানীর দারুল উলূম মাদানী নগর মাদ্রাসায়। এরপর ইফতা পড়েছেন জামিয়া শরঈয়্যাহ মালিবাগের দারুল ইফতায়। পড়াশোনার পাশাপাশি লেখালেখির প্রতি প্রবল টান তাকে সাংবাদিকতায় নিয়ে আসে। বর্তমানে তিনি দৈনিক নয়া দিগন্তে সহসম্পাদক হিসেবে কর্মরত।

মাওলানা রায়হান রাশেদ

সহসম্পাদক, দৈনিক সময়ের আলো

তরুণ আলেম মাওলানা রায়হান রাশেদ দাওরায়ে হাদিস ও ইফতা পড়েছেন নরসিংদীর দারুল উলুম দত্তপাড়া মাদ্রাসায়। পাশাপাশি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে। ২০১৭ সালে ফিচার লেখার মাধ্যমে দৈনিক কালের কণ্ঠে কাজ শুরু করেন তিনি। এরপর একাধিক দৈনিকে কাজ করেছেন দীর্ঘদিন। বর্তমানে তিনি দৈনিক সময়ের আলোতে কর্মরত (সহসম্পাদক)।

মাওলানা কাউসার লাবীব

সহসম্পাদক, আজকের পত্রিকা

মাওলানা কাউসার লাবীব দাওরায়ে হাদিস সম্পন্ন করেন রাজধানীর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে। পরবর্তীতে আরবি ভাষা ও সাহিত্য, হাদিস গবেষণা, ইসলামি ফিকহ এবং সাংবাদিকতায় উচ্চতর শিক্ষা অর্জন করেন। বর্তমানে দৈনিক আজকের পত্রিকার ইসলাম বিভাগের দায়িত্বে আছেন তিনি। তরুণ এই আলেমের মৌলিক, অনূদিত এবং সম্পাদিত প্রায় ২০টি বই ইতোমধ্যে পাঠকের হাতে পৌঁছেছে।

মাওলানা নুরুদ্দীন তাসলিম

সহসম্পাদক, ঢাকা পোস্ট

মাওলানা নুরুদ্দীন তাসলিম পড়াশোনা করেছেন বগুড়ার জামিয়া ইসলামিয়া দাওয়াতুল শহরদিঘী, মোহাম্মদপুরের জামিয়া ইসলামিয়া ওয়াহিদিয়া, যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া ও মিরপুরের দারুর রাশাদ মাদ্রাসায়। বিশ্ব ইজতেমার নিউজ কাভারের মাধ্যমে সংবাদিকতায় পা বাড়ান তিনি। বর্তমানে তিনি দেশের প্রথম সারির অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টে সহসম্পাদক হিসেবে কর্মরত।

ওয়ালিউল্লাহ সিরাজ

শিফট ইনচার্জ, আমার দেশ (অনলাইন)

মাওলানা ওয়ালিউল্লাহ সিরাজ হেফজ শেষ করার পর মাদ্রাসাতুল মদিনায় অধ্যায়ন শুরু করেন। সেখানেই তার লেখালেখির হাতেখড়ি। এরপর ২০১২ সালে রাজধানীর শেখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন ওলী উল্লাহ। কর্মজীবনের শুরু থেকে মেইন স্ট্রিমের বিভিন্ন মিডিয়াতে কাজ করার পর বর্তমানে তিনি আমার দেশ অনলাইনের শিফট ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাওলানা আবু তালহা রায়হান

সহসম্পাদক, কালবেলা

মাওলানা আবু তালহা রায়হানের জন্ম সিলেটের প্রকৃতিকন্যা খ্যাত গোয়াইনঘাট উপজেলায়। স্থানীয় মুঈনুল ইসলাম পাঁচপাড়া মাদ্রাসা থেকে প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা শেষ করেন তিনি। এরপর ঐতিহ্যবাহী দারুল উলুম কানাইঘাট মাদ্রাসা থেকে উচ্চমাধ্যমিক এবং দারুল হাদিস মদিনাতুল উলুম, খরিলহাট মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। লেখালেখির প্রতি প্রবল আগ্রহ তাকে সাংবাদিকতায় নিয়ে আসে। কাজ করেছেন মূলধারার একাধিক গণমাধ্যমে। বর্তমানে তিনি দৈনিক কালবেলায় সহসম্পাদক হিসেবে কর্মরত।

মুফতি মাহফুজ হোসাইনী

বিভাগীয় প্রধান (ইসলাম), দৈনিক বাংলাদেশের খবর

মুফতি মাহফুজ হোসাইনী ২০১০ সালে রাজধানীর বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরে যাত্রাবাড়ী বড় মাদ্রাসা থেকে তাফসির এবং মোহাম্মদপুরের দারুল ইফতা ওয়াল ইরশাদ থেকে ইফতা সম্পন্ন করেন। বর্তমানে তিনি দৈনিক বাংলাদেশের খবরের বিভাগীয় প্রধান (ইসলাম) হিসেবে কর্মরত।

মুফতি উমর ফারুক আশিকী

সহসম্পাদক, দৈনিক খবরের কাগজ

মুফতি উমর ফারুক আশিকী মিরপুরের জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি তাফসির, ইফতা এবং দাওয়াহ বিষয়ে অধ্যয়ন করেন। লেখালেখির প্রতি গভীর ভালোবাসা ও আগ্রহ তাকে সাংবাদিকতায় টেনে আনে। কাজ করেছেন একাধিক গণমাধ্যমে। বর্তমানে তিনি দৈনিক খবরের কাগজের সহসম্পাদক (ইসলাম) হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাওলানা জাওয়াদ আহমদ

সহসম্পাদক, দৈনিক সময়ের আলো

মাওলানা জাওয়াদ আহমদ দাওরায়ে হাদিস সম্পন্ন করেন রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা থেকে। লেখালেখির প্রতি প্রবল আগ্রহ সাংবাদিকতায় নিয়ে আসে তাকে। বর্তমানে তিনি দৈনিক সময়ের আলোতে সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাফিজ মাওলানা মাহমুদুল হক জালীস

উপস্থাপক, রেডিওধ্বনি

হাফিজ মাওলানা মাহমুদুল হক জালীস হিফজ শেষ করে ভর্তি হন কিতাব বিভাগে। ২০১৭ সালে জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাতমসজিদ মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন তিনি। এরপর ইফতাও পড়েছেন। লেখালেখির প্রতি প্রবল আগ্রহ তাকে সাংবাদিকতায় নিয়ে আসে। বর্তমানে তিনি রেডিও ধ্বনি এফএম ৯১.২-তে ইসলামিক অনুষ্ঠান পরিচালনা করে থাকেন।

মুফতি সাইফুল ইসলাম

সহসম্পাদক, দৈনিক কালের কণ্ঠ

মুফতি সাইফুল ইসলাম ২০০২ সালে রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরের বছর কামরাঙ্গীরচরের জামিয়া নূরিয়া থেকে ইফতা সম্পন্ন করেন। মাদ্রাসা শিক্ষার পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি থেকে বিএ অনার্সও সম্পন্ন করেছেন তিনি। শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করা এই আলেম বর্তমানে কাজ করছেন দৈনিক কালের কণ্ঠে (সহসম্পাদক)।

মাওলানা মাহদী আব্দুল্লাহ

সহসম্পাদক (ইসলাম), দৈনিক খোলা কাগজ

মাওলানা মাহদী আব্দুল্লাহ দাওরায়ে হাদিস সম্পন্ন করেন পাবনার জামিয়াতুল কুরআনিল কারিম থেকে। ইফতা পড়েছেন রাজধানীর জামিয়াতুস সুন্নাহ থেকে। পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে হাদিস শাস্ত্রে অনার্স করছেন। লেখালেখির প্রতি টান তাকে সাংবাদিকতায় নিয়ে আসে। বর্তমানে দৈনিক খোলা কাগজের সহসম্পাদক (ইসলাম) হিসেবে দায়িত্ব পালন করছেন।

কাজী ইনজামামুল হক

সহসম্পাদক, দৈনিক বাংলাদেশের খবর

তরুণ আলেম কাজী ইনজামামুল হক দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা থেকে। ছাত্রজীবন থেকেই বিভিন্ন অনলাইন গণমাধ্যমে লেখালেখি করে আসছেন তিনি। কর্মজীবনের সূচনাও এ জগতেই। কাজ করেছেন একাধিক গণমাধ্যমে। বর্তমানে তিনি দৈনিক বাংলাদেশের খবরের সহসম্পাদক (ইসলাম) হিসেবে কর্মরত।

হাফিজ তালহা ইবনে রেজা

কন্টেন্ট ক্রিয়েটর, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন

কওমি ঘরানার সাংবাদিক হাফিজ তালহা রেজা তাহফিজুল কোরআন শেষ করেন ফুলবাড়ির মদীনাতুল উলূম রহমানিয়া মাদ্রাসা থেকে (১৯৯৯ সাল)। এরপর ভর্তি হন দেশের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বগুড়া জামীল মাদ্রাসায়। বর্তমানে তিনি নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কর্মরত।

এ ছাড়াও বিভিন্ন টেলিভিশনে পার্টটাইম উপস্থাপক, অতিথি উপস্থাপক এবং বিভিন্ন জেলা শহরে স্টাফ রিপোর্টার ও জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন একাধিক আলেম সাংবাদিক।

মিডিয়ায় কওমি মাদ্রাসাপড়ুয়া এই আলেমদের অংশগ্রহণ নিয়ে কবি ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ বলেন, দীর্ঘদিন ধরে ধর্মীয় জ্ঞানচর্চা ও আধুনিক তথ্যজগৎ একে অপরের থেকে বিচ্ছিন্ন ছিল। এখন কওমি আলেমরা যখন সংবাদকক্ষে যুক্ত হচ্ছেন, তখন এক নতুন সেতুবন্ধ তৈরি হচ্ছে। তাদের উপস্থিতি মিডিয়ার বয়ান কাঠামোতে ভারসাম্য আনবে— ইসলামী দৃষ্টিভঙ্গি, নৈতিকতা ও সামাজিক দায়িত্বের দিকগুলোকে আরও সুস্পষ্ট করবে।

আরও পড়ুন : দীর্ঘদিন ফ্রিজে রাখা মাংস খেলে কি ক্যানসারের ঝুঁকি বাড়ে? যা বলছেন বিশেষজ্ঞ

আরও পড়ুন : শীত এলেও ঠোঁট ফাটবে না, আজ থেকেই শুরু করুন এই ৪ কাজ

অনলাইন এডিটরস অ্যালায়েন্স-এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, আমি নিজেও কওমি ঘরানায় পড়াশোনা করেছি। কোনো সংবাদকর্মী নিয়োগের সময় কওমি ব্যাকগ্রাউন্ডের কাউকে পেলে আমি বরাবরই স্বাচ্ছন্দ্যবোধ করি। তাদের আরবি, উর্দু ও ফারসি ভাষায় দক্ষতা সংবাদে ভিন্নমাত্রা যোগ করে এবং কন্টেন্টে নতুনত্ব নিয়ে আসে। বিশেষ করে ইসলামিক ইভেন্ট, বিশ্ব ইজতেমা বা ধর্মভিত্তিক রাজনৈতিক সমাবেশ কাভার করার সময় সঠিক ধর্মীয় টার্ম ও প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত হয়। তবে এই ধারা টিকিয়ে রাখতে এবং আরও শক্তিশালী করতে কওমি ব্যাকগ্রাউন্ডের সাংবাদিকদের সাংবাদিকতার মৌলিক নীতি, নিউজ এথিকস, ফ্যাক্টচেকিং, সোর্স ভেরিফিকেশন, মিডিয়া ল’ ও ডেটা অ্যানালিটিক্সের মতো বিষয়ে দক্ষতা অর্জন জরুরি। তবেই তারা সত্যিকারের পেশাদার ও প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্বে পরিণত হতে পারবেন।

অনলাইন এডিটরস অ্যালায়েন্স-এর সভাপতি ও যুগান্তর অনলাইনের সম্পাদক হাসান শরীফ বলেন, কওমি ঘরানার আলেমদের মূলধারার গণমাধ্যমে অংশগ্রহণ খুবই ভালো একটি খবর। কেবল সাংবাদিকতা নয়, সব পেশার মূলধারায় তাদের আসা দরকার। তারা তো এই দেশেরই মানুষ এবং মূলধারারই মানুষ। তাহলে তারা কেন এখানে আসবে না? আরও আগে থেকেই তাদের যথাযথ প্রতিনিধিত্ব থাকা দরকার ছিল। দেরিতে হলেও তাদের আগমনকে স্বাগত জানাই।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি মৃধা মোঃ শিবলী নোমান বলেন, বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক বাস্তবতায় কওমি ঘরানার আলেমগণের এই পেশায় আগমন একটি ইতিবাচক ঘটনা। এর ফলে সমাজের বিভিন্ন অংশের মানুষের মেলবন্ধনের সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। তবে, সাংবাদিকতায় অনুসৃত নীতিমালা ও কার্যক্রমের উপরই কওমি ঘরানার আলেমদের সাংবাদিকতায় আসার প্রকৃত ফলাফল নির্ভর করবে। একই কথা সমাজের অন্য যে কোনো অংশের জন্যও প্রযোজ্য। আশা করি তারা আমাদের হতাশ করবেন না।

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহসভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, গণমাধ্যমে কওমি ঘরানার আলেমদের অংশগ্রহণ আমি পজিটিভ দৃষ্টিতে দেখি। এর ফলে ইসলাম মানবতার শাশ্বত যে পয়গাম বিশ্ববাসীকে দেয়, তা সুন্দরভাবে প্রচার হবে। আমি কওমি ঘরানার সাংবাদিকদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সে সঙ্গে প্রত্যাশা করি, তারা যে শিক্ষায় ধন্য হয়েছে, তা থেকে যেন কোনোভাবেই বিচ্যুত না হয়। আদর্শ ও নীতিনৈতিকতার জায়গায় আপসকামী মনোভাব যেন পরিহার করে চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রচারণায় গুলি, নিহত ১

হাকিমিকে নিয়ে বড় দুঃসংবাদ পেল মরোক্কো

তুরস্কের অনারারি কনসাল জেনারেল হিসেবে মোস্তফার নিয়োগ অনুমোদন

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা, ২ ফিলিস্তিনি নিহত

ঝিনাইদহে যুবলীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আতিফ আসলামকে বাংলাদেশে আনার চেষ্টা

ডলারের লোভে মাদ্রাসা শিক্ষকের ৪৪ লাখ টাকা আত্মসাৎ, দুই নাইজেরিয়ান রিমান্ডে

প্রাথমিকে ১০২১৯ শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় সাত দিনের কর্মসূচি ঘোষণা

হিমালয়ে ধাতব পাত্রে আটকে গেল ভালুক শাবকের মাথা, অতপর...

১০

আইসিসি থেকে সুখবর পেলেন তানজিদ

১১

রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই : মামুন

১২

পাকিস্তানে মিলল বিশাল স্বর্ণ ভান্ডার, মজুত কতটুকু

১৩

নোয়াখালীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ

১৪

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

১৫

এবারও বিপিএলে থাকছে শাকিব খানের দল

১৬

বিএনপির প্রার্থীকে গুলিবিদ্ধের ঘটনায় মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৭

ভারত দলে সুনীল নেই, স্কোয়াড দিল বাংলাদেশও

১৮

তিন ম্যাচে ১৫ উইকেট নিয়েও ভারত দলে জায়গা পেলেন না শামি

১৯

জুলাই মামলা নিয়ে প্রশ্ন / উত্তপ্ত এজলাস, বের করে দেওয়া হলো আইনজীবীকে

২০
X