

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্স দল। বুধবার (০৫ নভেম্বর) পাঁচথুবি ইউনিয়নের ছাওয়ালপুর গ্রামে মীরুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মীর হোসেন মিরু (৫০) কুমিল্লা সদরের পাঁচথুবি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এবং একই ইউনিয়নের ছাওয়ালপুর গ্রামের মৃত. মো. মহর আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. বজলুর রহমান অভিযানের সার্বিক তত্ত্বাবধান করেন। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরেশী দীপ্ত এবং পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে রেইডিং পার্টির সদস্য, বাংলাদেশ পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্স টিম অভিযানটি পরিচালনা করেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেছেন।
মন্তব্য করুন