কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষামূলক পরিচালনার সময় দুর্ঘটনায় ট্রেন, মারাত্মক ক্ষতিগ্রস্ত

ক্ষতিগ্রস্ত বগি। ছবি : সংগৃহীত
ক্ষতিগ্রস্ত বগি। ছবি : সংগৃহীত

পরীক্ষামূলক চলাচলের সময় দুর্ঘটনায় পড়েছে একটি মনোরেল ট্রেনের খালি কোচ। এ সময় কোচটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মুম্বাইয়ের ওয়াডালা ডিপোতে বুধবার সকালে পরীক্ষামূলক চালনার সময় একটি নতুন মনোরেল ট্রেনের খালি কোচ লাইনচ্যুত হয়ে একটি বিমে ধাক্কা দেয়। এতে ট্রেনের ক্যাপ্টেনসহ তিন কর্মী আহত হন। এ ঘটনায় কোচটির মারাত্মক ক্ষতি হয়েছে।

ঘটনার সময় ট্রেনে কোনো যাত্রী ছিল না। তবে দুর্ঘটনার পর মনোরেল পরিচালনাকারী সংস্থা মহা মুম্বাই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড (এমএমএমওসিএল) এটিকে ‘সামান্য ঘটনা’ বলে দাবি করেছে এবং জানিয়েছে কেউ আহত হয়নি। কিন্তু বেসরকারি সূত্রে জানা যায়, তিন কর্মীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় পরীক্ষামূলক চালনার অংশ হিসেবে একটি সাদা রঙের মনোরেল রেক ওয়াডালা ডিপোর বাইরে ট্র্যাক ক্রসওভার পয়েন্ট দিয়ে যাচ্ছিল। কোচটি বিমে আঘাত হানলে এর সামনের অংশ উপরে উঠে যায় এবং পেছনের অংশ ঝুঁকে পড়ে। পরে ভারী ক্রেনের সাহায্যে কোচটি ট্র্যাক থেকে সরানো হয়।

কর্মকর্তারা জানান, প্রথম কোচটির নিচের গিয়ার, কাপলিং, বগি ও চাকায় থাকা কভারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনের ক্যাপ্টেন, এক প্রকৌশলী ও আরেক কর্মীসহ ছয়জন ট্রেনে ছিলেন।

আহতদের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন সোয়েল প্যাটেল (২৭), বুধাজি পারাব (২৬) এবং ভি জগদীশ (২৮)। তারা অভ্যন্তরীণ আঘাত ও হাত ও মাথায় চোট পান। দুর্ঘটনার পর তাদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।

এনডিটিভি জানিয়েছে, ট্রেনটি সকালে ৮টা ৩০ মিনিটে ওয়াডালা ডিপো থেকে রুট পরিদর্শনের জন্য বের হয়েছিল। এটি সন্ত গাডগে মহারাজ চৌক পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু প্ল্যাটফর্ম থেকে ছাড়ার কয়েক সেকেন্ড পরেই গাইড বিম সুইচ হঠাৎ ডিপো লাইনের দিকে ঘুরে যায়, ফলে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং বিমে আঘাত করে।

পরিবহন বিশ্লেষক এ ভি শেনয় বলেন, নতুন মনোরেল ট্রেনগুলোতে কমিউনিকেশন-বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা কোনো যান্ত্রিক ত্রুটি হলে ট্রেনকে স্বয়ংক্রিয়ভাবে থামানোর কথা। তিনি বলেন, যেহেতু ভবিষ্যতে চালকবিহীন মনোরেল চালানোর পরিকল্পনা রয়েছে, তাই নিরাপত্তা ব্যবস্থাটি আরও শক্তিশালী হতে হবে।

এমএমএমওসিএল জানিয়েছে, পরীক্ষামূলক চলাচল সম্পূর্ণ সুরক্ষিত পরিবেশে ও নিরাপত্তা বিধি মেনে পরিচালিত হচ্ছিল এবং এ ধরনের পরিস্থিতি নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই বিবেচিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদের মতো মন্দিরও পাহারা দিয়ে রাখব : শামীম সাঈদী

রহস্যময় রুপে দুলকার সালমান

কন্যা সন্তানের বাবা হলেন সাগর দেওয়ান

কিডনি ভালো রাখতে দিনে কতটুকু পানি খাওয়া জরুরি? জেনে নিন

বিপিএলে নতুন নামে চট্টগ্রাম-রাজশাহী-সিলেট

যুক্তরাষ্ট্রে ৮০ হাজার ভিসা বাতিল, জানা গেল কারণ

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অসদাচরণের দায়ে কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

বাংলাদেশে গুডউইয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু

কবি নজরুল বিশ্ববিদ্যালয় / প্রাথমিকে ‘সংগীত ও শারীরিক শিক্ষা’ শিক্ষক পদ বাতিলের প্রতিবাদ

বিএনপিতে যোগদানের পর রেজা কিবরিয়ার বার্তা

১০

পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমাচ্ছেন? কী হয় জেনে নিন

১১

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস মনিরের ২ নৌযান জব্দের আদেশ

১২

জোহরান মামদানির স্ত্রী সম্পর্কে অজানা তথ্য

১৩

এই ৫ জায়গায় রাউটার রাখছেন? কমবে ওয়াইফাইয়ের গতি

১৪

সহিষ্ণুতার সংকটে তরুণ সমাজ : মানবিক বাংলাদেশ গঠনের চ্যালেঞ্জ

১৫

কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে সাউথইস্ট 

১৬

এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেপ্তার

১৭

দুদিন ধরে কিশোর সাদমান সাদিক নিখোঁজ

১৮

পাখির খাদ্যের আড়ালে এলো নিষিদ্ধ পণ্য

১৯

ফ্যামিলি ফিউডের অনুষ্ঠানে তাহসানের অনুরোধ

২০
X