

কিশোরগঞ্জের ভৈরবের গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ উদ্দিন খানকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে ফরিদ খানকে থানা ভাঙচুরের মামলায় কিশোরগঞ্জ জেলহাজতে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার মানিকদী গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদ খান পূর্বের কয়েকটি মামলায় জামিনে ছিলেন। এবার থানা ভাঙচুর ঘটনার মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
ভৈরব থানার (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ফরিদ খানকে থানা ভাঙচুরের মামলায় কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত ভাঙচুর ও নাশকতার মামলায় অভিযুক্ত ছিলেন। শুক্রবার রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন