যশোরের চৌগাছায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধ ব্যক্তি মৃত্যবরণ করেছে। ঘটনা বিবরণে জানা যায়, বৃহস্পতিবার( ১৪ সেপ্টেম্বর) দুপুরে পুড়াপাড়া বাজার থেকে অসুস্থ অবস্থায় অজ্ঞাত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন। বৃদ্ধের কোনো নাম ঠিকানা পাওয়া যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।
অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী।
কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার আল-ইমরান বলেন, তিনি হার্ট ফেল করে মৃত্যুবরণ করেছেন। তাছাড়া তার বৃদ্ধের রক্তনালীতেও সমস্যা ছিল।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ বলেন, অজ্ঞাত অসুস্থ এক বৃদ্ধ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার ঠিকানা পাওয়ার চেষ্টা চলমান রয়েছে।
মন্তব্য করুন