

বিএনপি থেকে ৪০ জন জামায়াতে ইসলামীতে যোগদানের একটি সংবাদ অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর পৌর বিএনপি সংবাদ সম্মেলন করেছে। এ সময় মিথ্যা, অপপ্রচার ও ষড়যন্ত্র দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন নেতারা।
রোববার (৯ নভেম্বর) বিকেলে মধুপুর পৌর শহরের ময়মনসিংহ সড়কের সরকার ভবনের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নেতারা দাবি করে বলেন, মধুপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ৪০ জন বিএনপি নেতাকর্মী নাগবাড়ী মাদ্রাসা মাঠে গত শনিবার (৮ নভেম্বর) রাতে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বলে খবর প্রকাশ হয়। কিন্তু যোগদান করা কোনো ব্যক্তি বিএনপির সঙ্গে সম্পৃক্ত নন। ১ নম্বর ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যের কেউ ওই যোগদানের তালিকায় নেই।
১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আলী ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। যারা যোগদান করেছে, তাদের অনেকে আওয়ামী লীগের সমর্থক এবং কয়েকজন জামায়াতের কর্মী। রাজনৈতিক উদ্দেশ্যে নাটক সাজিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন। তিনি বলেন, মধুপুরের বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানামুখী প্রশ্ন তোলার অপচেষ্টা চালানো হয়েছে। একে ঘৃণ্য ষড়যন্ত্র দাবি করে তিনি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং গণমাধ্যমে এমন মিথ্যাচারের তথ্য প্রচার করে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক, মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিলসহ ওয়ার্ড কমিটির অর্ধশতাধিক নেতাকর্মী।
মন্তব্য করুন