

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ দিন আওয়ামী ফ্যাসিস্টরা সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। যে কোনো সময় তারা যে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি করতে পারে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার ইটাখোলায় উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন।
মনজুর এলাহী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট আমলে আমরা অনেক অত্যাচার, নির্যাতন, মামলা, হামলার শিকার হয়েছি। আমাদের বিরুদ্ধে শিবপুরে অর্ধশতাধিক মামলা করা হয়েছিল। এক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। আমি নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।
তিনি বলেন, বিপদের সময় আমি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছিলাম। মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়া নেতাকর্মীদের ছাড়িয়ে আনতে আমি আর্থিকসহ সব ধরনের সহযোগিতা করেছি। আমি আগামীতেও নেতাকর্মীদের যে কোনো সহযোগিতায় পাশে থাকব।
মন্তব্য করুন