

চট্টগ্রাম নগরীর এনায়েতবাজার এলাকায় পাওনা টাকার বিরোধের জেরে মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, আকাশ হত্যাকাণ্ডের মূলহোতা সানিকে শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চন্দনাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে ইউছুফ ও শাকিলকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার চৈতন্য গলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ছুরিকাঘাতের শিকার হন আকাশ। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আকাশ নগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। অভিযুক্ত সানিও এনায়েত বাজার এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, যুবক খুনের ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি। এ ঘটনায় মূল অভিযুক্ত সানিসহ তিন জনকে র্যাব গ্রেপ্তার করেছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, হত্যার শিকার আকাশ ঘোষের কাছে এক মাস আগে একটি মোবাইলের ডিসপ্লে পরিবর্তন ও মেরামত করাতে দেন সানি। মেরামত বাবদ এক ১ হাজার ৫০০ টাকা দেওয়ার কথা হয় তাদের মাঝে। এর পরিপ্রেক্ষিতে কিছু টাকা পরিশোধ করেন সানি। পরে বৃহস্পতিবার রাতে বাকি টাকা চাইলে আকাশকে নগরীর কোতোয়ালির কসাইপাড়া এলাকায় ডেকে নিয়ে যায় সানি। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আকাশকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় কয়েকজন এসে আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর ফেলে দেওয়া ছুরিটি নগরীর রিয়াজউদ্দিন বাজার উকিল বাড়ি জামে মসজিদসংলগ্ন একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে র্যাব কর্মকর্তা তাওহিদুল বলেন, ‘আকাশ পেশায় মোবাইল মেকানিক। এক মাস আগে সানি আকাশের কাছে গিয়ে তার মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করে। এজন্য আকাশ দেড় হাজার টাকা চেয়েছিল। সানি তখন ৩০০ টাকা দিয়ে বাকি টাকা পরবর্তী সময়ে দেওয়ার কথা বলেছিল। পরে পাওনা ১২০০ টাকার জন্য আকাশ সানিকে কয়েকবার চাপ দেয়। এতে সানি ক্ষুব্ধ হয়ে তাকে খুনের পরিকল্পনা করে। ঘটনার রাতে টাকা দেওয়ার কথা বলে আকাশকে ডেকে নিয়েছিল সানি। এ সময় প্রথমে তাকে মারধর ও পরে সহযোগীদের নিয়ে ছুরিকাঘাতে খুন করে।
মন্তব্য করুন