

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘ কয়েক বছর ধরে জমে থাকা প্রায় ১৮শ দলিল ধ্বংস করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় সাবরেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, কোনো দলিল দুই বছরের বেশি সময় সাবরেজিস্ট্রার অফিসে দাবিহীন অবস্থায় পড়ে থাকলে তা আইন অনুসারে ধ্বংস করার বিধান রয়েছে। নিয়ম মেনে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে তৈরি হওয়া দলিলগুলো ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা সাবরেজিস্টার মেহেদী হাসান নকলনবীশ, দলিল লেখক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন