

উদ্ভিদের নাম হাইড্রোলিয়া জেইলানিকা। নামটি অদ্ভুত হলেও এ উদ্ভিদের ফুল বেশ নজরকাড়া সুন্দর। বেগুনি রঙের এ ফুল মুগ্ধতা ছড়াচ্ছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর এলাকার অনাবাদি জমিতে। এ ছাড়া উপজেলার আরও কিছু এলাকায় এ ফুল দেখতে পাওয়া গেছে।
হাইড্রোলিয়া জেইলানিকা ফুলের নৈসর্গিক সৌন্দর্যে বিমোহিত না হওয়ার উপায় নেই। বেগুনি রঙের পাঁচটি পাপড়ি ও কেশরে ছোট আকৃতির এ ফুলকে দৃষ্টিনন্দন করে তুলেছে। এ ফুলের সৌন্দর্যে স্থানীয় কৃষকরা ও ফুলপ্রেমীসহ সববয়সী মানুষ বিমুগ্ধ হচ্ছেন।
এ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম হাইড্রোলিয়া জেইলানিকা (এল.) ভাহল। বৈজ্ঞানিক নামেই এই উদ্ভিদের পরিচিতি বেশি। তবে এর কিছু ইংরেজি নামও রয়েছে, ব্লু ওয়াটারলিফ, সিলোন হাইড্রোলিয়া। এটি হাইড্রোলিয়াগণের একটি প্রজাতি। এটি সোলানালেস বর্গের হাইড্রোলিয়াসিয়া গোত্রের সদস্য। এই উদ্ভিদের কয়েকটি প্রজাতি রয়েছে।
হাইড্রোলিয়া জেইলানিকা একটি জলজ উদ্ভিদ প্রজাতি। এটি একটি বহুবর্ষজীবী গুল্মজাতীয় সপুষ্পক উদ্ভিদ। এটি সাধারণত অস্ট্রেলিয়া ও এশিয়া এবং উপক্রান্তীয় অঞ্চলে পাওয়া যায়। বাংলাদেশ ও ভারতেও এই উদ্ভিদটি পাওয়া যায়। এটি পরিবেশে আর্দ্র বা ভিজে মাটিতেও জন্মায়। এটি আগাছা হিসেবে পরিচিত। তবে এর ভেষজগুণ রয়েছে। এর পাতা ও কাণ্ড লোমযুক্ত। এই উদ্ভিদটি ১৬ থেকে ৩০ সেমি পর্যন্ত লম্বা হতে পারে।
স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের বাড়ির পাশের ফসলি মাঠের পরিত্যক্ত জমিতে এ গাছ জন্মেছে। এ গাছের ফুল আমাদের আকৃষ্ট করছে। বেগুনি রঙের ফুল দেখতে বেশ সুন্দর। ফুলগুলো ছোট হলেও নজর কাড়ছে।
প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রকৃতিতে নাম জানা ও না-জানা অনেক উদ্ভিদ রয়েছে। প্রতিটি উদ্ভিদেই ফুল ফোটে। এসব ফুল প্রকৃতিকে রঙিন করে এবং মানুষের মনে প্রশান্তি দেয়। হাইড্রোলিয়া জেইলানিকা ফুলের নাম আগে জানতাম না, তবে ফসলি মাঠে আগে অনেকবার দেখেছি। এই উদ্ভিদের ফুল বেশ সুন্দর। ছোট আকৃতির ফুলে মন জুড়িয়ে যায়।
মন্তব্য করুন