গাজীপুরের টঙ্গীর চেরাগআলীর এস কে এফ ফার্মাসিউটিউক্যালসের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে দুপুর ১২টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম জানান, রোববার দুপুর পৌনে ১টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন এসকেএফ ওষুধ ফ্যাক্টরির কেমিক্যাল গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।
এদিকে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন