ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

রশির সূত্র ধরে যেভাবে বেরিয়ে এলো শিশু জায়ান হত্যার রহস্য

শিশু জায়ান। ছবি : সংগৃহীত
শিশু জায়ান। ছবি : সংগৃহীত

ফরিদপুরে আলফাডাঙ্গায় শিশু জায়ান হত্যায় জড়িত সন্দেহে প্রতিবেশী ইউনুস মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে আসামিকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মো. ইউনুস মোল্যা (৪৬) ইউনুস শিশু জায়ান রহমানের প্রতিবেশী। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত মনির উদ্দিন মোল্যার ছেলে। এর আগে সোমবার (২৪ নভেম্বর) তার নিজবাড়ি থেকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পাকুড়িয়া গ্রামের গ্রিস প্রবাসী পলাশ মোল্যার ছেলে জায়ান রহমানের ঝুলন্ত মরদেহ বাড়ির পাশের একটি বাগান থেকে উদ্ধার করা হয়। ওই দিনই নিহতের মা সিনথিয়া বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।

জানা গেছে, মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে আবির্ভূত হয় শিশুটির ঝুলন্ত দড়ি। পুলিশ তদন্তে জানতে পারে, টাবনী বাজারের একটি মুদি দোকান থেকে ঘটনার ১০ থেকে ১৫ দিন আগে ইউনুস মোল্যা একটি রশি কিনেছিলেন, যা উদ্ধার হওয়া রশির সঙ্গে মিল রয়েছে। এ তথ্যের ভিত্তিতে ইউনুসকে সন্দেহের তালিকায় এনে হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি রশি কেনার বিষয়টি অস্বীকার করেন। পুলিশের দাবি, এ অস্বীকার তাদের সন্দেহ আরও জোরালো করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরির্দশক (এসআই) সুজন বিশ্বাস বলেন, কারাগারে গ্রেপ্তার রেখে মামলার নিবিড় তদন্তের স্বার্থে এবং হত্যার মূল রহস্য উদ্‌ঘাটনের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

আলফাডাঙ্গা থানা ওসি মো. শাহজালাল আলম বলেন, ঘটনার সঙ্গে কিছুটা সম্পৃক্ততা ও দড়ি কেনার বিষয়ে মিথ্যা বলার কারণে সন্দেহ সৃষ্টি হওয়ায় ইউনুস মোল্যাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের নিকট ৭ দিনের রিমান্ডের আবেদন করেছি, আদালত জিজ্ঞাসাবাদের জন্য আমাদের আবেদন মঞ্জুর করলে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করব। এ ছাড়া এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটারের ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া নিয়ে বিদ্যুৎ বিভাগ যা বলছে

ডিআইজি পদে একযোগে ৩৩ জনের পদোন্নতি

আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

কানাডায় নেওয়ার কথা বলে নিল ৩৮ লাখ, নিঃস্ব ২ পরিবার

মার্করামের বিশ্বরেকর্ড, প্রোটিয়াদের কাছে ধবলধোলাই ভারত

আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ দেখেনি: জোভান

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

সহজ, ঝটপট আর দারুণ মুচমুচে বাঁধাকপির পাকোড়া

কাঠের সেতুই ২০ গ্রামে স্বস্তির হাসি

রাবিতে বহুল প্রত্যাশিত ই-কার সেবা চালু

১০

ব্রাজিল, আর্জেন্টিনা ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

১১

শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিলেন স্থানীয়রা

১২

হোয়াটসঅ্যাপে এলো নতুন ‘নোট’ ফিচার

১৩

আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

১৪

ব্যক্তিগত চ্যাট ফাঁসের পর বিয়ে স্থগিত, মুখ খুললেন গায়কের মা

১৫

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

১৭

লটারির পর একযোগে ৬৪ এসপিকে বদলি

১৮

লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

২০
X