

‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে পড়ে ইতোপূর্বে বরিশালে সর্বস্ব হারিয়েছেন বেশ কয়েকজন। এবার ঘটেছে আরও ভয়ংকর ঘটনা। শয়তানের নিশ্বাস ছড়িয়ে ২৭ বছর বয়সী গৃহবধূকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। মামলায় ঢাকার মোহাম্মদপুরের রাসেল নামের এক যুবককে আসামি করা হয়েছে।
বিচারক অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে এফআইআর গ্রহণের নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকার ওই গৃহবধূকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার কথা বলে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ডাকা হয়। গত ১২ নভেম্বর ওই গৃহবধূ তার নবজাতক সন্তানকে নিয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে গেলে শয়তানের নিশ্বাস ছড়িয়ে নবজাতকসহ তাকে ঢাকায় নিয়ে যায় চক্রের সদস্যরা। ওইদিন থেকে ১৯ নভেম্বর পর্যন্ত আটকে রেখে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে। ওই নারী কৌশলে বিষয়টি ১৯ নভেম্বর তার স্বামীকে জানান। পরে স্বামী ঢাকায় গিয়ে গৃহবধূকে উদ্ধার করে বরিশালে নিয়ে আসেন।
এর আগে বরিশালে শয়তানের নিশ্বাস ছড়িয়ে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় মামলাও হয়েছে। কিন্তু ওই মামলার তদন্তে অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। এমনকি চক্রের একজন সদস্যকেও খুঁজে বের করতে পারেনি পুলিশ।
মন্তব্য করুন