

হিমালয়সংলগ্ন দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১১-১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এতে শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল।
হিমালয় থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস ও শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। এ উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন চিকিৎসকরা।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গতকালের চেয়ে সামান্য তাপমাত্রা বেড়ে আজকে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গত কাল ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। বিশেষ করে হিমালয় বিধৌত এলাকায় এ উপজেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে। এ সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে।
মন্তব্য করুন