

বিএনপিতে কোনো সন্ত্রাসী-নেশাগ্রস্ত লোকের জায়গায় নেই এমন মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।
সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ শ্রীনগরে ষোলঘরে বিভিন্ন এলাকায় ৩১ দফা লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সাথে এমন মন্তব্য করেন তিনি।
শেখ মো. আব্দুল্লাহ বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন বিএনপিতে কোনো সন্ত্রাসী, নেশাগ্রস্ত, চাঁদাবাজির জায়গায় নেই।
তিনি বলেন, ‘আমার মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর)-এ কোনো বিএনপির নেতাকর্মী আগে চাঁদাবাজি আগে করেনি, বর্তমানে করেও না। পরেও করবে না। যদি কোনো বিএনপি নেতাকর্মী কোথায় কোনো চাঁদাবাজি করে জনগণকে বলব বেঁধে রেখে আমাকে খবর দেওয়ার জন্য। আমি তাকে বহিষ্কার করব। বিএনপিতে কোনো চাঁদাবাজির স্থান নেই।’
এ সময় তার সঙ্গে মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল দাস, ষোলঘর ইউনিয়ন বিএনপি সভাপতি আল হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন