

রাজধানীর ডেমরায় গভীর রাতে থেমে থাকা আসিয়ান পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১টার দিকে রঙ্গমালা আকবর মহিলা কলেজ সংলগ্ন বড়ভাঙ্গা-স্টাফ কোয়ার্টার পাকা সড়কের ওপর এ ঘটনা ঘটে। এ সময় বাসের সিটসহ ভেতরের প্রায় অংশ পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে পাকা সড়কের ওপর হঠাৎ বাসটিতে আগুন জ্বলে ওঠে। ব্যাটারির জায়গায় ইলেকট্রিক তারের অংশ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও ডেমরা থানার পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ব্যাটারির সঙ্গে যুক্ত ইলেকট্রিক তারের স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে।
ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, বাসে আগুন জ্বলে ওঠার ঘটনায় ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজ চেক করা হয়েছে। এতে দেখা গেছে, কোনো দুর্বৃত্ত বা ব্যক্তি বাসে আগুন দেয়নি। পুলিশের টহল টিমের গাড়িও ওখান দিয়ে গেছে। তারপরও পুলিশ ঘটনাটি তদন্ত করছে। আর এ ঘটনায় কোনো যাত্রী বা চালক-সহকারী আহত হননি এবং প্রাণহানির ঘটনাও ঘটেনি।
মন্তব্য করুন