কক্সবাজারের উখিয়া ক্যাম্পে মোহাম্মদ আইয়ুব (৩৫) নামে এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ক্যাম্প-১৮, ব্লক-এইচ/৫৬ এর কোডেক স্কুলের সামনে ঘটনাটি ঘটে।
জানা গেছে, মোহাম্মদ আইয়ুব ক্যাম্পের ওই ব্লকের সাব-মাঝি ছিলেন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত মহাপরিদর্শক (এডিডিইজি) আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে কতিপয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আয়ুবকে কোপায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত আইয়ুবকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমির জাফর আরও বলেন, আইয়ুব আরসাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানতে পেরেছি। এছাড়া হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন