বরিশাল বাকেরগঞ্জে ফেনসিডিলবাহী প্রাইভেটকার ধরতে গিয়ে ডোবায় পড়ে গেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি পিকআপভ্যান। এ ঘটনায় আহত হয়েছেন মেহেদি হাসান ও মো. সানি নামের দুই সদস্য।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে রুহিতার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই ইসতিয়াক জানান, আমাদের অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনসহ পাঁচজন মাদকবহনকারী প্রাইভেটকারটি ধাওয়া করতে গিয়ে বাকেরগঞ্জ রুহিতারপাড়র একটি ডোবায় পিকাপভ্যানটি পড়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ে সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বাকেরগঞ্জের বরিশাল-পটুয়াখালী মহাসড়কে অবস্থান নিয়ে একটি প্রাইভেটকারকে সিগনাল দেই। কিন্তু গাড়িটি সিগনাল অমান্য করে চলে যায়। তখন আমাদের গোয়েন্দা কার্যালয়ের পিকআপ নিয়ে দুই সদস্য সেই গাড়িটিকে ধাওয়া করে। তখন পিকআপটি খাদে পড়ে দুই সদস্য আহত হন। আর প্রাইভেটকারটি ফেলে চালক ও এর আরোহীরা পালিয়ে যায়।
পরে পুলিশ প্রাইভেটকারটি জব্দ করেন। প্রাইভেটকার থেকে ৪৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
বাকেরগঞ্জ থানা ওসি এস এম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন