

নাটোরের লালপুরে তোফাজ্জল হোসেন তোফা নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে আদালতে মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার ওসি মজিবর রহমান কালবেলাকে বলেন, লালপুর উপজেলায় যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযান চলমান রয়েছে। বিশেষ অভিযানে দুড়দুড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন