মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২
খান রুবেল, বরিশাল
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ঢাকায় যাবেন বরিশালের পাঁচ লক্ষাধিক নেতাকর্মী

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বরিশালে প্রস্তুতি সভা। ছবি : কালবেলা
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বরিশালে প্রস্তুতি সভা। ছবি : কালবেলা

দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী বিএনপিতে চলছে প্রস্তুতি। এর থেকে পিছিয়ে নেই বরিশাল।

২৫ ডিসেম্বর ঢাকায় নেতার প্রত্যাবর্তন অনুষ্ঠানে বরিশাল বিভাগ থেকে পাঁচ লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছেন নেতারা। এজন্য দফায় দফায় প্রস্তুতি সভা, প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন দায়িত্বশীল নেতারা।

রোববার (২১ ডিসেম্বর) রাতে বরিশালে মহানগরসহ বিভাগের সাংগঠনিক ছয় জেলার নেতৃত্বস্থানীয় নেতাদের নিয়ে বৈঠক করেছে বিএনপি। এতে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক, বিলকিস আক্তার জাহান শিরিন। এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক আঁকন কুদ্দুসুর রহমানও উপস্থিত ছিলেন।

একই দিন রাতে বরিশাল ক্লাবে সাংগঠনিক ছয় জেলার নেতাদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল আউয়াল মিন্টু।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সরকারি গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

এ ছাড়া সোমবারও দিনভর বরিশালের সাংগঠনিক ছয়টি জেলা এবং উপজেলা, পৌরসভাসহ অন্যান্য ইউনিট কমিটি প্রস্তুতি সভা করেছেন। প্রতিটি সভায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বরিশাল বিভাগ থেকে সর্বোচ্চ গণজমায়েত সৃষ্টির নির্দেশনা দিয়েছেন নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ২২টি লঞ্চের বহর নিয়ে ঢাকায় যাবেন নেতাকর্মীরা। এর পাশাপাশি সড়ক এবং আকাশ পথেও ঢাকা যাবেন তারা। এজন্য দুদিন আগেই বরিশাল থেকে অধিকাংশ বাস এবং বিমানের টিকিট বুকিং করে রেখেছেন নেতাকর্মীরা। কেউ কেউ এরই মধ্যে ঢাকায় অবস্থান নিতে শুরু করেছেন।

বরিশাল বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের প্রতিটি থেকে ন্যূনতম ১০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণের নির্দেশনা রয়েছে কেন্দ্র থেকে। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছে বরিশাল বিএনপি।

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, শুধু বরিশাল মহানগর থেকেই প্রায় ২৫ হাজার নেতাকর্মী নিয়ে আমরা ঢাকায় যাব। ২৪ ডিসেম্বর রাত ৮টায় বরিশাল নদীবন্দর থেকে পাঁচটি বিলাসবহুল লঞ্চ নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এর বাইরে সড়ক পথেও অনেক নেতাকর্মী যাবেন।

বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, আমাদের মূল লক্ষ্য তারেক রহমানকে অভ্যর্থনা জানানো। নেতাকর্মীরা প্রিয় নেতাকে কাছ থেকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন। প্রতিদিনই জেলা, উপজেলা এবং মহানগরে ছোট ছোট মিটিং করছি প্রোগ্রামটা সার্থক করতে।

তিনি বলেন, বরিশাল থেকে বেশিরভাগ নেতাকর্মী লঞ্চযোগে ঢাকায় যাবেন। বিশেষ করে ভোলা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠির নেতাকর্মীরা লঞ্চযোগে ঢাকায় যাবেন। এর বাইরে পিরোজপুর, বরগুনা, বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া, উজিরপুর-বানারীপাড়া, বাকেরগঞ্জ উপজেলার নেতাকর্মীরা সড়ক পথে যাবে।

তাতে সব মিলিয়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ নেতাকর্মী ঢাকায় নেতাকে সংবর্ধনা জানাতে যাবেন। এখানে বিএনপি নেতাদের পাশাপাশি ২১টি সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে সম্মিলিতভাবে ঢাকা চলো কর্মসূচি বাস্তবায়ন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে অভিযান চালিয়ে আ.লীগের তিন নেতাকে গ্রেপ্তার

সংখ্যালঘু ঐক্যমোর্চার বিক্ষোভ / সহিংসতা-নৃশংসতায় তীব্র ক্ষোভ, জড়িতদের শাস্তি দাবি

শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ নেতার পদত্যাগ

রাতে সড়কে ঝরল তাজা তিন প্রাণ

এবার সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নুর

রেকর্ড মুনাফায় বাংলাদেশ শিপিং করপোরেশন

যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

পটুয়াখালীতে কুকুরছানা পিটিয়ে হত্যার পর এলাকায় ক্ষোভ

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র কিনলেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

ঢাকা কলেজ ছাত্রদলের ‘ভিন্নরকম’ কর্মসূচি

১০

জামায়াতের এক নেতা বহিষ্কার

১১

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ঢাকায় যাবেন বরিশালের পাঁচ লক্ষাধিক নেতাকর্মী

১২

বিলের লিজের টাকা চাওয়ায় জমির মালিকদের বাড়িঘরে হামলা

১৩

গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ডেনমার্কের

১৪

২০২৬ বিশ্বকাপের স্বপ্নে বিভোর নেইমার

১৫

এবার আগরতলা-শিলিগুড়িতেও ভিসা কার্যক্রম বন্ধ

১৬

সরকারের গানম্যান প্রস্তাব প্রত্যাখ্যান, যা বললেন সাদিক কায়েম

১৭

নির্বাচন পেছানোর চেষ্টা জনগণ মেনে নেবে না : আমীর খসরু

১৮

গিল পরীক্ষা ব্যর্থ, আবারও হার্দিকের দিকেই ফিরছে বিসিসিআই

১৯

বাংলাদেশে ভারতীয় সব ভিসাকেন্দ্র কখন চালু হবে, জানালেন প্রণয় ভার্মা

২০
X