বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে চার মুদি দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেসার্স নজরুল স্টোরের মালিক নজরুল ইসলামকে পাঁচ হাজার, মেসার্স শহিদুল স্টোরের মালিক মো. শহিদুল ইসলামকে দুই হাজার, মেসার্স শামছুল হক স্টোরের মালিক মো. শামছুল হককে দুই হাজার এবং মেসার্স ছরোয়ার স্টোরের মালিক মো. ছরোয়ার হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার উপস্থিত ছিলেন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘কোনো ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং বাড়তি দামে পণ্য বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। যারা এসব অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।’
মন্তব্য করুন