কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন। পরে জেলা শহরে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।

লিখিত বক্তব্যে লুৎফর রহমান নয়ন বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্রের ২১ (ক) ধারা অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগ জেলা কমিটি ১ বছরের জন্য সম্মেলনের মাধ্যমে অনুমোদন নিতে হয়। দুঃখের বিষয়, অজ্ঞাত কারণে কোনো যাচাই-বাছাই, নেতৃত্বের দক্ষতা মূল্যায়ন না করে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি গঠনতন্ত্র না মেনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি প্রেস রিলিজের মাধ্যমে আনোয়ার হোসেন মোল্লাকে সভাপতি, মোহাম্মদ ফয়েজ উমান খানকে সাধারণ সম্পাদক ও লুৎফর রহমান নয়নকে সাংগঠনিক সম্পাদক করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়।

দলীয় শৃঙ্খলাবোধ এবং কেন্দ্রীয় নেতাদের সম্মানার্থে আমরা সেই কমিটি মেনে নেই। সেই সঙ্গে সর্বমহলের প্রতি গভীর আশাবাদ বজায় রাখি যে যোগ্যতা অনুসারে পদবঞ্চিত ছাত্রলীগ নেতাদেরকে যথাযথ মূল্যায়ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আমার জানামতে বাংলাদেশ ছাত্রলীগের বিগত কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বর্তমান কমিটির সভাপতি মো. সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান কমিটি পূর্ণাঙ্গকরণের জন্য বারবার নির্দেশ দিলেও তা উপেক্ষা করার নজিরবিহীন তালবাহানা ও দুঃসাহস দেখাচ্ছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান।

৩ বছর ৭ মাস ১৩ দিন হয়ে যাওয়ার পরেও পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এরই মধ্যে বিভিন্ন ইউনিটের কমিটি গঠন করার নামে অছাত্র, বিবাহিত, মাদকাসক্ত এবং বিএনপি-জামায়াত শিবিরের সঙ্গে জড়িত ব্যক্তিদের দিয়ে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিগুলো হলো তাড়াইল উপজেলা ছাত্রলীগ, পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগ, অষ্টগ্রাম উপজেলা ছাত্রলীগ, নিকলী উপজেলা ছাত্রলীগ, হোসেনপুর উপজেলা ছাত্রলীগ।

অভিযোগ করে নয়ন আরও বলেন, কিছুদিন আগে তাড়াইল উপজেলা ছাত্রলীগের তথা কথিত কমিটির অনুমোদন দেওয়া হয়। ওই কমিটির সভাপতি করা হয় শিবির কর্মী ইসমাইল সিরাজী। যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর ইসমাইল হোসেন সিরাজী তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে শোক-বেদনা প্রকাশ করে বারবার পোস্ট দিতে থাকে। এই একই কারণে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন ইউনিটের সাতজন নেতাকর্মীকে দল থেকে অব্যাহতি দিলেও তাড়াইল উপজেলা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়নি এর থেকে প্রমাণিত হয় যে, এখানে অর্থনৈতিক লেনদেন সুস্পষ্ট। শুধু তাই নয়, বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি বাণিজ্য, টেন্ডার বাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, থানার দালালি, অটো-সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি, ভূমিদস্যু, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িত। তাদের এইসব অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ করতে গিয়ে ছাত্রলীগের অনেক নেতাকর্মীদের ওপর কিছু ক্ষমতাবান মহল এর ছত্র ছায়ায় মামলা হামলা করা হয়।

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের একটি ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ ইউনিট। ছাত্রলীগ গড়ে তুলতে গিয়ে অসংখ্য নেতাকর্মী জেল জুলুম সহ্য করেছে। আজকে এই সংগঠনটি কিশোরগঞ্জে ধ্বংসের পথে। এই অবস্থায় গঠনতান্ত্রিকভাবে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ সম্পূর্ণ ব্যর্থ ।

জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়নবিষয়ক সম্পাদক তানিম ইসলাম বলেন, আগামী জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয় লাভ করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। কিন্তু বর্তমান কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ দিয়ে সেই ভূমিকা পালন করা সম্ভব না। এমতাবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অনুরোধ রইলো অতি দ্রুত মেয়াদোত্তীর্ণ ছাত্রলীগের কমিটি ভেঙে দিয়ে স্মার্ট বাংলাদেশ নির্মাণে কাজ করা জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হোক।

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা বলেন, ২০২০ সালে কমিটি ঘোষণার এক মাস পর থেকে করোনাভাইরাসের কারণে দুই বছর সাংগঠনিক কোনো কাজ করা যায়নি। যার কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় ১৫ থেকে ২০ বছর ধরে কোনো কমিটি নেই। এই জন্য আমরা আগে উপজেলা কমিটিগুলো করছি। কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে কাজ চলমান রয়েছে।

যুদ্ধাপরাধী মামলার আসামি দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে তাড়াইল উপজেলা ছাত্রলীগের সভাপতি ঈসমাইল সিরাজির ফেসবুক পোস্টের বিষয়ে আনোয়ার হোসেন মোল্লা বলেন, ঈসমাইল সিরাজির বিরুদ্ধে এমন অভিযোগের পর ঘটনার সত্যতা যাচাইয়ে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তদন্ত করা হয়েছে। স্ট্যাটাস দেওয়ার বিষয়টি সত্যতা না পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এমন ঘটনায় জেলার বিভিন্ন উপজেলার ৭ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুনায়েদ, সাবেক পাঠাগারবিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম স্বপন, সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রতন, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক শাওন আহমেদ নিলয়, সাবেক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আকাশ খান, সাবেক উপপ্রচার সম্পাদক কাজী আবেদীন সোলেমান, সহসম্পাদক আশিকুর রহমান আশিক উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পিছিয়ে রাখা হয়েছিল : পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ

জোয়ারের তোড়ে লোকালয়ে ভেসে এলো বনের হরিণ

৩শ সাপ পুষছেন ইদ্রিস, কামড় খেয়েছেন দুই শতাধিক

রেকর্ড জয়ের পরও সিরিজ হাতছাড়া অজিদের

ভয়াবহ যৌন হয়রানির ঘটনা জানালেন সালমানের নায়িকা

‘আইন শক্তিশালী হলেই শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে’

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসিতে ধাক্কাধাক্কি-হাতাহাতি, ক্ষোভ ঝাড়লেন রুমিন ফারহানা 

গণফ্রন্টের কার্যকরী চেয়ারম্যান হয়েছেন অ্যাডভোকেট আজমল হোসেন

১০

ক্যাম্পাসে এখনো প্রান্তিক অবস্থায় ছাত্রদল, অভিযোগ আবিদের

১১

১২ মাসের জন্য ছিটকে গেলেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে গতিময় পেসার

১২

তরুণ ব্যবসায়ীর লাশ নিয়ে বিক্ষোভ

১৩

আমরা চাই টাকা-পয়সার ব্যাপারে সমাধান হোক : পররাষ্ট্র উপদেষ্টা

১৪

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

১৫

গ্র্যান্ড স্ল্যামে প্রাইজ মানি বাড়ানোর আহ্বান জোকোভিচের

১৬

সবজির চড়া দামে বিপাকে সাধারণ মানুষ

১৭

গোবিন্দকে বিয়ে করতে চেয়েছিলেন রাভিনা ট্যান্ডন, দাবি সুনীতার

১৮

হঠাৎ মোবাইলের ডায়াল প্যাড পরিবর্তন হলে যা করবেন

১৯

পাকিস্তানের বন্যায় নিহত ছাড়াল ৪০০

২০
X