কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫২ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় সাংবাদিকদের সাথে রাষ্ট্রপতির মতবিনিময়

পাবনায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন । ছবি : কালবেলা
পাবনায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন । ছবি : কালবেলা

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, তিনি নিজের বিবেক বোধ থেকেই পাবনার উন্নয়নে কাজ করে যাবেন। এ জন্য তিনি যাতে দেশের সর্বোচ্চ পদে তার দায়িত্ব যেন ঠিকভাবে পালন করতে পারেন সেজন্য দল-মত নির্বিশেষে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।

বুধবার রাতে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে পাবনার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ সহযোগিতা কামনা করেন। একজন সাবেক সাংবাদিক হিসেবে পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্যপদ রয়েছে তার।

এ সময় রাষ্ট্রপতি ছাত্র রাজনীতিসহ তার রাজনৈতিক জীবন নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করেন। তিনি বলেন তার সময়ে ছাত্র রাজনীতির সাথে তাঁর সাংবাদিকতা পেশার যথেষ্ট সামঞ্জস্য ছিল। তিনি পাবনা ট্রেন লাইন চালুর ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন এবং এ নিয়ে যেন কেউ ভুল ব্যাখা না করতে পারে সে জন্য তিনি আবারও সাংবাদিকদের সহযোগিতা চান।

ছাত্রনেতা হিসেবে ছাত্রজীবনের বিভিন্ন দিক ও মতাদর্শের কথা উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, কোনো সমাজ ব্যবস্থা ধার করা যায় না। রাষ্ট্রপতি বলেন, জনগণের চাওয়ার ভিত্তিতেই সমাজ গড়তে হবে।

তিনি আরো বলেন, ‘আমি অনেক মতবাদ দেখেছি, কিন্তু শেখ মুজিবের আদর্শ বা মুজিববাদকে হৃদয়ে ধারণ করে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি।’

রাষ্ট্রপতি আরো বলেন, ‘ওই সময়ে অন্য কোন মতবাদ কার্যকরী ছিল না, একমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তাধারা ও আদর্শই সঠিকভাবে কাজ করছিল। তাঁর নেতৃত্বে, আমরা মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করি।’

রাষ্ট্রপতি এ সময় তার সাংবাদিকতা জীবনের স্মৃতিমন্থন করে বলেন, ‘আমি এই পাবনা প্রেসক্লাবে অনেক গৌরবময় ও উজ্জ্বল দিন অতিবাহিত করেছি।’

তিনি সাংবাদিকদের জানান, তিনি বিভিন্ন সময়ে মানুষের দুঃখ-দুর্দশায় তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি এখন রাষ্ট্রপতি হলেও তা অব্যাহত থাকবে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আরো বলেন, ‘আমি সব সময়ই ত্যাগের রাজনীতি করেছি এবং কোন ধরনের রাজনৈতিক সুবিধা লাভের জন্য সম্পৃক্ত হইনি।’

উল্লেখ্য মোঃ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং রাষ্ট্রপতি হিসেবে এটি তার দ্বিতীয় পাবনা সফর।

এর আগে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউসে পৌঁছালে পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও সম্পাদক সৈকত আফরোজ আসাদ তাকে ফুল দিয়ে বরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ পার হলেই খাদ্যাভ্যাস বদলানো জরুরি, জানুন কেন

র‍্যাব সদস্য হত্যার পর প্রকাশ্যে হুমকি শীর্ষ সন্ত্রাসী ইয়াছিনের

পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাকের

স্কটল্যান্ডকে যে ‘কৌশলে’ বিশ্বকাপ থেকে বাদ করল পাকিস্তান

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি : সালাহউদ্দিন আহমদ

নেতাকর্মীরা দুঃসময়েও পালায়নি, সামনেও পালাবে না : জামায়াত আমির

সিরিয়া থেকে হাজার হাজার বন্দিকে নতুন গন্তব্যে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আবেদনময়ী রূপে জয়া

আজ নায়করাজ রাজ্জাকের জন্মদিন

১০

এনসিপির এক শীর্ষ নেতাকে দল থেকে অব্যাহতি

১১

কমানোর ঘোষণার এক দিন পর স্বর্ণের দামে বড় লাফ

১২

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ম্যুরালের পুনর্নির্মাণ কাজ শুরু

১৩

পাকিস্তানকে পেয়ে এভাবেই প্রতিশোধ নিল বাংলাদেশ!

১৪

চাঁদপুর-৪ আসনে নির্বাচনী সমন্বয়ক যুবদলের তারেকুর

১৫

বর্ণাঢ্য আয়োজনে ইডেনে ‘বাণী অর্চনা’ অনুষ্ঠিত

১৬

শুক্রবার স্বর্ণের দামে নতুন রেকর্ড

১৭

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক আজ

১৮

নিউজিল্যান্ডে দুই কিশোরসহ ছয়জন নিখোঁজ

১৯

সুপার সিক্সের সমীকরণের ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

২০
X