সিলেটের শিববাড়িতে ট্রেনে কাটা পড়ে টিপু আহমেদ (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে টিপু মৃত্যু হয়। টিপু নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার মৃত আমজদ মিয়ার ছেলে।
সিলেট রেলওয়ে থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি রাত ১০টার দিকে স্টেশন সংলগ্ন শিববাড়ি এলাকায় পৌঁছলে ওই যুবক ট্রেনে কাটা পড়েন। ধারণা করা হচ্ছে, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রোববার (২ অক্টোবর) সকালে ময়নাতদন্তের সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানে হবে।
মন্তব্য করুন