সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠনোর একদফা দাবিতে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ অভিমুখে বিএনপির রোডমার্চ শুরু হয়েছে।
রোববার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগারবাজার এলাকায় স্থাপন করা মঞ্চে সমাবেশ থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তার বক্তব্য শেষ হলে সেখান থেকে কিশোরগঞ্জের উদ্দেশে গাড়ি ছাড়ে।
এর আগে একদফা দাবিতে আজ রোববার ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রোডমার্চ করার কথা জানিয়েছিল দলটি।
শনিবার (৩০ সেপ্টেম্বর) ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বগারবাজার এলাকায় রোববার সকাল সাড়ে ৯টায় গণসমাবেশ শেষে রোডমার্চের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। ২ হাজারের বেশি গাড়ির একটি বহর নিয়ে রোডমার্চটি ময়মনসিংহ সদরের চুরখাই এলাকায় সকাল সাড়ে ১০টায়, চায়নামোড়ে সাড়ে ১১টায়, ঈশ্বরগঞ্জ এলাকায় দুপুর ১টায় সমাবেশ করে কিশোরগঞ্জ গিয়ে শেষ হবে।
১১৪ কিলোমিটার যাত্রাপথে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি বগারবাজার ও চুরখাই বাজারে, মহানগর বিএনপি চায়নামোড়, উত্তর জেলা বিএনপি ঈশ্বরগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলা বিএনপি কিশোরগঞ্জ বাইপাসে লতিফাবাদে গণসমাবেশ করবে। জামালপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন ময়মনসিংহ শহর বাইপাস, শেরপুর জেলা বিএনপি শম্ভুগঞ্জ বাজার, নেত্রকোনা জেলা বিএনপি নান্দাইল চৌরাস্তায় অবস্থান করে রোডমার্চে অংশ নেবেন।
রোডমার্চে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার প্রমুখ।
এদিন কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আরেকটি সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম।
মন্তব্য করুন