কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ রোহিঙ্গাকে আটক করেছে। রোববার (১ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কলেজ সংলগ্ন যৌথ চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের সন্ধ্যায় সংশ্লিষ্ট ক্যাম্প ইনর্চাজের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
শেখ মোহাম্মদ আলী বলেন, 'উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা অবৈধভাবে বের হয়ে আসছিল। আটককৃত রোহিঙ্গাদের আইনী ব্যবস্থা গ্রহণের জন্য কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের (সিআইসি) এর কাছে পাঠানো হয়েছে।'
মন্তব্য করুন