শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ
কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের কাজিপুরে কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ্ ভলেন্টিয়ার এমএইচভিদের থেকে সম্মানী ভাতা হিসেবে জনপ্রতি দুই হাজার টাকা কর্তনের অভিযোগ উঠেছে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুলের বিরুদ্ধে।

কাজিপুর উপজেলায় ৫০টি কমিউনিটি ক্লিনিকে ৩৪৬ জন এমএইচভি কর্মরত আছে। জনপ্রতি দুই হাজার টাকা কর্তনের হিসেবে ৬ লাখ ৯২ হাজার টাকা কর্তনের অভিযোগ উঠে মোমেনা পারভীন পারুলের বিরুদ্ধে। এ ছাড়াও মোমেনা পারভীন পারুলের নির্দেশে চরাঞ্চলের সিসিগুলোর সিএইচসিপিরা এমএইচভিদের থেকে জনপ্রতি আরও ৪০০ টাকা কর্তন করে।

গত ১৩ জুন নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি কমিউনিটি ক্লিনিকের এমএইচভি বেলাল হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোমেনা পারভীন পারুল ও সিএইচসিপিদের দ্বারা টাকা লুটপাটের একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে, এরই সূত্র ধরে শুরু হয় অনুসন্ধান।

ঘটনার দুদিন পর কাজিপুর চরাঞ্চলের বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিকে গিয়ে অনুসন্ধান শেষে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। অনেকটা কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসার মতো কাহিনি।

এমএচইভি ও সিএইচসিপিদের সঙ্গে কথা বলে জানা যায়, কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল প্রতিজন এমএইচভির থেকে ৯ মাসের সম্মানী ভাতার থেকে দুই হাজার টাকা করে আয়কর কর্তন হিসেবে কেটে রাখে।

কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনসাধারণকে সেবা দানের বিনিময়ে প্রতিজন এমএইচভিকে মাসিক ৩ হাজার ৬০০ টাকা হারে সম্মানী ভাতা দেওয়া হয়, নানা বিড়ম্বনার জন্য ৯ মাস পর এ সম্মানীর টাকা হাতে পায় এমএইচভিরা। কিন্তু টাকা হাতে আসার পরই নতুন করে শুরু হয় নানা আলোচনা সমালোচনা।

৩ হাজার ৬০০ টাকা হিসাবে ৯ মাসের সম্মানী ভাতা বাবদ প্রতিজন এমএইচভির ৩২ হাজার ৪০০ টাকা পাবার কথা থাকলেও সেখান থেকে দুই হাজার টাকা করে কর্তন করা হয়। এর মধ্যে চরাঞ্চলের সিসিগুলোর সিএইচসিপিরা আরও ৪০০ টাকা করে অতিরিক্ত কর্তন করে এমএইচভিদের থেকে, এটাও নাকি কর্তন করা হয় মোমেনা পারভীন পারুলের নির্দেশেই।

সম্মানী ভাতার থেকে টাকা কর্তনের বিষয়ে জানতে চাইলে চরকান্তনগর কমিউনিটি ক্লিনিকের এমএইচভি ও কাজিপুর উপজেলা এমএইচভি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সরকারি কর কাটার কথা বলে প্রতিবারই টাকা কেটে নেন, এমনিতেই মাসের টাকা মাসে পাই না, আমরা এমএইচভিরা সামান্য সম্মানী ভাতা পাই, এর মধ্যে থেকে যদি কেটে নেয় তাহলে আমরা চলব কেমনে?

এমএইচভি এসোসিয়েশনের সভাপতি হেলাল উদ্দীন বলেন, ‘আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুলকে টাকা না কাটার জন্য অনুরোধ জানানোর পরেও তিনি কারও কথা শোনেন না। এটা কাজিপুর, আমি যেভাবে চালাব সেভাবেই চলবে বলে তিনি আমাদের বোঝান, ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় আমরা কোনো প্রতিবাদ করেও ফল পাই না।

চরকান্তনগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সেলিম রেজা বলেন, নির্দিষ্ট কোনো খাদ না থাকলেও অফিসিয়াল খরচ বাবদ এই টাকা কাটা হয়, যা সরাসরি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাত দিয়েই হয়।

নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবেড় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি তরিকুল ইসলাম জানান, এই টাকা সরাসরি অফিস থেকে আয়কর কর্তন হিসেবে কেটে রাখেন, তবে বিস্তারিত বিষয়ে জানার জন্য অফিসে যোগাযোগ করতে বলেন তিনি।

সম্মানী ভাতার টাকা কর্তনের বিষয়ে জানতে চাইলে নিশ্চিন্তপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সাব্বির হোসেন বলেন, এমএইচভিদের যেভাবে টাকা দিতে বলা হয়েছে আমরা সেভাবে দিয়েছি, সিদ্ধান্ত নেওয়ার মালিক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, আমরা শুধু তার আদেশ অনুসরণ করি।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে, কাজিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।

সম্মানী ভাতার টাকা কর্তনের বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, এমএইচভিদের থেকে টাকা কাটার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, তবে টাকা কাটার কোনো বিধান নেই।

এদিকে এমএইচভিদের প্রত্যাশা সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপে এসব দুর্নীতি বন্ধ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১০

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১১

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১২

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৩

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৪

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৫

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৬

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৭

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১৮

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১৯

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

২০
X