রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৫:৪৯ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ইভিএম নিয়ে ত্রুটির প্রমাণ থাকলে আদালতে যাওয়ার পরামর্শ সিইসির

রাসিক নির্বাচনের প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের মতবিনিময় সভা।
রাসিক নির্বাচনের প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের মতবিনিময় সভা।

ইভিএম নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে বরং এর কোনো ত্রুটি থাকলে প্রমাণসহ আদালতে তা পেশ করার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ পরামর্শ দেন।

রাসিক নির্বাচনের প্রার্থীদের উদ্দেশ্যে সিইসি বলেন, অন্যান্য নির্বাচনের মতো রাজশাহী সিটি নির্বাচনেও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। আপনারা ভোটে দাঁড়িয়েছেন, ভোটাররাও ভোট দিতে আসবে। ইভিএম সম্পর্কে আপনাদের ধারণা দিতে হবে। তাহলে নির্বাচন সফল হবে। কিন্তু ইভিএম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কেননা ইভিএমে আমরা ভূত-পেত্নী দেখিনি। আপনারা দেখতে পেলে আদালতে যান। ইভিএম নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবেন না। আপনাদের কাছে কোনো প্রমাণ থাকলে সরাসরি আদালতে পেশ করেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা, এটি সরকারের প্রতিনিধিত্ব করে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা এ পর্যন্ত ৭০০ থেকে ৮০০ নির্বাচন করেছি। কেউ আমাদের নামে কোনো অভিযোগ দিতে পারিনি। খুবই স্বচ্ছতার সঙ্গে নির্বাচনগুলো করা হচ্ছে। আমরা সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করছি। ফলে গাজীপুরের মতো রাজশাহীতেও সুষ্ঠু নির্বাচন হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে কেউ অনিয়ম করলে, পেশিশক্তির ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনেক প্রার্থী আচরণবিধি মানছেন না। আমরা নির্বাচনে খুব কঠোর অবস্থানে রয়েছি। কোনো প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ পেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। ইতোমধ্যে আমরা অনেক প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছি। এ ছাড়া কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে আমরা নির্বাচন স্থগিত করে দেব।

সবাইকে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আচরণবিধি বিঘ্ন হলে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করতে বিন্দুমাত্র দেরি করবে না।

রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, নির্বাচন সচিব জাহাংগীর আলম, পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ সুপার মাসুদ হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান প্রমুখ। এ ছাড়া, রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তবে কি বন্ধ হয়ে যাচ্ছে মণিহার সিনেমা হল?

সব নীতি ভঙ্গ করে আরেক অঞ্চলে হামলা করল ইসরায়েল

যবিপ্রবিতে অধ্যাপক পদে ‘পছন্দের প্রার্থীকে’ নিয়োগ দিতে নতুন নীতিমালা!  

এবার সারওয়ার আলমসহ সরকারি ৫ কর্মকর্তাকে শোকজ

ব্রিটেনের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়ালেন ট্রাম্প

সন্তানের ভরণপোষণ না দেওয়ায় জেলে ব্রাজিল ফুটবলার

রাজনীতি শুরুতেই মামলায় জড়ালেন থালাপতি বিজয়

ওয়াশিংটনে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

ঢাকা বারের আয়োজনে জন্মাষ্টমী উৎসব উদযাপন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত

১০

নতুন সংবিধানের জন্য গণপরিষদের নির্বাচনের দাবিতে এনসিপি নেতা শিশিরের বিক্ষোভ

১১

সোশ্যাল মিডিয়াতে সরকারের বিষোদ্গার, ডা. নেয়ামতের বিরুদ্ধে মামলা

১২

নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে : এহসানুল হুদা

১৩

আখাউড়া দিয়ে ভারতে গেল ১ হাজার ১৯২ কেজি ইলিশ

১৪

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৫

নুরের শারীরিক অবস্থা জানিয়ে জরুরি বার্তা

১৬

শুক্রবার ৮ বিভাগে জামায়াতের কর্মসূচি, কোন নেতার নেতৃত্ব কোথায়

১৭

আগামী নির্বাচন যেন হয় মনে রাখার মতো : কায়কোবাদ

১৮

দখলকৃত পূর্ব জেরুজালেমকে ঘিরে ফেলছে ইসরায়েল

১৯

কায়কোবাদকে দেখতে বাড়ির সামনে নেতাকর্মীদের ঢল

২০
X