

নেপালের সাধারণ নির্বাচনের (আগামী ৫ মার্চ) প্রস্তুতির জন্য ভারত সরকার নির্বাচন-সংক্রান্ত সহায়তা হিসেবে দ্বিতীয় দফায় ২৫০টিরও বেশি এসইউভি এবং ডাবল-ক্যাব পিকআপ গাড়ি উপহার দিয়েছে।
গত বৃহস্পতিবার কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স আ.ই.) নেপাল সরকারের কাছে এসব যানবাহন তুলে দেন। অনুষ্ঠানে নেপালের অর্থমন্ত্রী রমেশোর প্রসাদ খানাল এবং নেপালের নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রাম প্রসাদ ভান্ডারী উপস্থিত ছিলেন।
নেপাল সরকারের অনুরোধের ভিত্তিতে ভারত সরকার এই যানবাহন ও অন্যান্য সামগ্রী উপহার দিচ্ছে, যা নির্বাচনের লজিস্টিক সাপোর্টে ব্যবহার করা হবে। প্রথম দফার সহায়তা ২০ জানুয়ারি ২০২৬-এ হস্তান্তর করা হয়েছিল এবং আগামী সপ্তাহগুলোতে আরও চালান আসার কথা রয়েছে।
অর্থমন্ত্রী রমেশোর প্রসাদ খনাল তার বক্তব্যে ভারত-নেপালের দীর্ঘদিনের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভারত সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এই সহায়তা আসন্ন নির্বাচনের প্রস্তুতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, এই সহায়তা দুই দেশের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারত্ব, পারস্পরিক বিশ্বাস ও গভীর বন্ধুত্বের প্রতীক।
মন্তব্য করুন