শেরপুরে অর্ধকোটি টাকার হেরোইনসহ শামীম হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২ অক্টোবর) রাতে জেলা সদরের নন্দীর বাজার এলাকা থেকে শামীমকে (২৫) গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে ৫১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব-১৪, ময়মনসিংহ। যার বাজারমূল্য প্রায় ৫১ লাখ টাকা।
র্যাব-১৪ ময়মনসিংহের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে শামীম হোসেনকে জেলা শহরের নন্দীর বাজারের জামালপুর-শেরপুর সড়ক থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১০ গ্রাম অবৈধ হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫১ লাখ টাকা।
গ্রেপ্তারকৃত শামীম র্যাবের জিজ্ঞাসাবাদের জানায়, সে আন্তঃজেলা মাদক চোরাকারবারের সাথে জড়িত। র্যাব ইতোমধ্যে শেরপুর সদর থানায় শামীমকে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন