দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেলে ফেনসিডিল পাচারের সময় দুজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার ডুগডুগি বাজার এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো দিনাজপুর হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেব পুরের রবিউল ইসলাম (৩২) ও তানভীর (২৫)।
মামলার এজাহার থেকে জানা যায়, হাকিমপুর থেকে মোটরসাইকেলে করে গাইবান্ধা গোবিন্দগঞ্জ থানার উদ্দেশ্যে মাদক বহন করা হচ্ছে এমন খবর পায় থানা পুলিশ। পরে উপজেলার ডুগডুগি বাজার এলাকায় উপপরিদর্শক অসীম কুমার মদকসহ পুলিশের একটি দল সন্দেহভাজন মোটরসাইকেলটির গতিরোধ করে সিটের নিচ থেকে ২০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি মাদক মামলা রুজু হয়েছে।
মন্তব্য করুন