পঞ্চগড়ে দেবীগঞ্জে পর্নোগ্রাফি মামলায় চিলাহাটি ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ জুন) জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম উপজেলার চিলাহাটি ইউনিয়ন পরিষদের সামনে থেকে সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করে।
দেবীগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গত ৩ জুন দেবীগঞ্জ থানায় এক নারী তার মেয়ের অশ্লীল ছবি বিভিন্ন ব্যক্তির ফোনে ও কম্পিউটারে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে অজ্ঞাত ব্যক্তির নামে এজাহার দায়ের করেন। ওইদিনই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এজাহারটি রেকর্ডভুক্ত হয়। মামলাটি পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। সেই মামলায় ডিবির উপপরিদর্শক মিজানুর রহমান সোমবার (১৯ জুন) মিন্টুকে গ্রেপ্তার করেন।
পঞ্চগড় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বহিষ্কৃত যুবলীগ নেতা মিন্টুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিয়ের কথা বলে কোর্টে এফিডেভিট করে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা ও তা মুঠোফোনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী মেয়েটি গত বছর ৯ সেপ্টেম্বর বোদা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মিন্টু জামিনে আছেন। সে সময় বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়।
পরে ১১ সেপ্টেম্বর রাতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোয়ার হোসেন মিন্টুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়। সেই সঙ্গে বহিষ্কারের দিন থেকে তিন কার্য দিবসের মধ্যে স্থায়ীভাবে বহিষ্কার কেন করা হবে না তা জানতে চেয়ে লিখিত জবাব প্রদানের নির্দেশনাও দেওয়া হয় মিন্টুকে।
অভিযোগ উঠেছে, গুরুতর অভিযোগের পর বহিষ্কৃত হলেও আওয়ামী লীগ কিংবা যুবলীগের দলীয় প্রোগ্রামে নিয়মিত মুখ মনোয়ার হোসেন মিন্টু। সব পর্যায়ের নেতাদের সঙ্গে এখনো রয়েছে আগের মতো সখ্যতা। সর্বশেষ রোববার (১৯ জুন) দেবীগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশে নেতাকর্মীদের সঙ্গে সামনের আসনে মিন্টুকে দেখা যায়।
মন্তব্য করুন