গাজীপুরের শ্রীপুরে কারখানার এক নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জুন) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২০ জুন) ভুক্তভোগী ওই নারী তিনজনের নাম উল্লেখ করে শ্রীপুর মডেল থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের দেলোয়ার ও শিমুলতলা গ্রামের ইমন। এ ঘটনার সঙ্গে জড়িত যোগীরসিট গ্রামের উজ্জল পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ওসি আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, ভুক্তভোগী ওই নারী ময়মনসিংহের একটি কারখানায় চাকরি করেন। সোমবার রাত ৯টার দিকে তিনি কর্মস্থল থেকে সুমন নামে এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন। এ সময় আবদার এলাকার তমিজ উদ্দিনের বাড়ির কাছে কাঁচা রাস্তার উপর পৌঁছামাত্রই দেলোয়ার, ইমন ও উজ্জল তার বন্ধুকে মারধর করে তাড়িয়ে দেয়। পরে ওই নারীকে পাশের একটি বাগানে নিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে রাতেই পুলিশ অভিযুক্ত দেলোয়ার ও ইমনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন