চট্টগ্রামের আনোয়ারায় মসজিদের ইমামের মোবাইল চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে আটক তিন চোরকে পুলিশে সোপর্দ করায় ইউপি সদস্যকে মারধর করেছে চোরের স্বজনরা। শুক্রবার (৬ অক্টোবর) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের পাঁচসিকদার বাড়ি এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহত জাহাঙ্গীর আলম বৈরাগ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্রে ইউপি সদস্য।
এদিকে এই ঘটনায় মো. ফারুক (৩২), আবদুর নুর (৩২) ও মো. আরিফসহ (২৫) অজ্ঞাত আরও ২ থেকে ৩ জনকে আসামি করে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। আসামিরা স্থানীয় বৈরাগ ইউনিয়নের পাঁচসিকদার বাড়ির বাসিন্দা।
আহত ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, গত বৃহস্পতিবার রাতে আমার ওয়ার্ডের হাজী বাগিচা জামে মসজিদের খতিব ও ইমামের মোবাইল চুরি করে পালানোর সময় স্থানীয়রা মোহাম্মদ কায়ছার (২৫), নুর মোহাম্মদ (৪৫), মেহাম্মদ মিজান (১৯) নামে তিন চোরকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। পরে আমি পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে আটককৃত চোরের ভাই ও স্বজনরা আমার ওপর হামলা করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আমি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছি।
আনোয়ারা থানার ওসি মো. সোহেল আহমেদ বলেন, চোর ধরে পুলিশে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চোরের স্বজনরা ইউপি সদস্যের ওপর হামলা করেছে। এ ঘটনায় ওই ইউপি সদস্য বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। হামলাকারীদের ধরার চেষ্টা চলছে।
মন্তব্য করুন