বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

ফকির মুরং ঝরনা আকৃষ্ট করছে পর্যটকদের

ফকির মুরং ঝরনা। ছবি : কালবেলা
ফকির মুরং ঝরনা। ছবি : কালবেলা

ফকির মুরং ঝরনার সৌন্দর্য্য উপভোগ করতে ভ্রমন পিপাসুদের দিন দিন আগ্রহ বাড়ছে। রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলী ওপর পাড়ায় এর অবস্থান। ঝরনা থেকে অবিরাম ধারায় পানির প্রবাহমান ধারা, পাখির কিচিরমিচির শব্দ এবং পাহাড়, বন বেষ্টিত এই ফকির মুরং ঝরনা যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। বিশেষ করে বর্ষায় নবরূপে প্রাণ ফিরেছে এই ঝরনার।

স্থানীয় বাসিন্দা শিক্ষক সূর্য্যসেন তনচংগ্যা বলেন, ‘আমরা দাদুদের মুখ থেকে শুনেছি, আজ থেকে শত বছর আগে এই পাহাড়ে এক সাধক বা ফকির ধ্যান করতেন। লোকজন পুজা দিতো। মানত করতো। ফকির ধ্যান করতেন বলে স্থানীয়রা এর নাম দিয়েছে ফকির মুরং বা ফকির কুয়া বা ফইরা মুরং ঝরনা।’

ঘাঘড়া বড়ইছড়ি সড়কের বটতলি এলাকার পূর্ব পাশ ধরে তিন কিলোমিটার পাহাড়ি পথ আর ছড়া পার হয়ে এ স্থানে পৌঁছাতে হয়। আশপাশে তনচংগ্যা পরিবারের বসবাস। পথে পাগলিমুখ পাড়া, পাগলি মধ্যম পাড়া গ্রাম পার হয়ে পাগলি ওপর পাড়ায় গেলে এ ঝরনার দেখা মিলবে। এই স্থানে যেতে যেতে পর্যটকরা আরও উপভোগ করতে পারবেন পাহাড় থেকে বয়ে চলা ছড়ার পানির বহমান ধারা। আশপাশে অনেকগুলো পাহাড়ি গাছ-গাছালি এবং ছোট ছোট ঘর।

শনিবার (৭ অক্টোবর) ঝরনা দেখতে আসা ঢাকার বাসিন্দা মো. ইমতিয়াজ, নাসরিন বেগম দম্পতিসহ বেশ কয়েকজন পর্যটক জানান, এই ঝরনায় আসার পথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছোট ছোট ঘর, ঝিরি থেকে বয়ে যাওয়া হিমশীতল পানি সত্যিই উপভোগ্য। এখানে এলে মনে হয় পৃথিবীর সব সুখ এখানে রয়েছে। যেই আসবে এখানের প্রশংসা করতে বাধ্য হবে। প্রকৃতি আপন মহিমায় ঢেলে সাজিয়েছে এখানে। এ ছাড়া তারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এর খবর পেয়ে এখানে আসতে আকৃষ্ট হয়েছেন বলে জানান।

ঝরনায় ভ্রমণে আসা কাপ্তাইয়ের সংবাদকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অর্ণব মল্লিক এবং চন্দ্র সেন তঞ্চঙ্গ্যা জানান, অপূর্ব এই ফকির মুরং ঝরনা যেন প্রকৃতির অপূর্ব নির্দশন। বিশেষ করে ঝরনায় আসার সময় ঝিরিঝিরি শব্দে পানির প্রবাহমানধারা আমাদের মুগ্ধ করেছে। এ ছাড়া কমিউনিটি বেইস ট্যুরিজমের আলোকে স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এই কাপ্তাই ফকির মুরং ঝরনার সৌন্দর্যকে কাজে লাগিয়ে অবকাঠামোগত উন্নয়ন করা যায়। তবে এই ঝরনায় পর্যটকদের আগ্রহ অনেক বাড়বে।

১০০ নম্বর ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার জানান, স্থানীয় ভাষায় এটা ফইরা মুরং ঝরনা নামে পরিচিত। যদি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হয় তাহলে পর্যটকের আগমন আরও বাড়বে।

ওয়াগ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তপন তনচংগ্যা বলেন, ‘এই ঝরনা দেখতে প্রচুর পর্যটকের আগমন ঘটে। উপজেলা প্রশাসনকে অনুরোধ জানাই যেন এই ঝরনায় আসার পথটা উন্নয়নের ছোঁয়া পায়। আমরা মাঝে মধ্যে দেখতে পাই অনেক পর্যটক নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে। আশেপাশের মানুষের ফলমূল নষ্ট করে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এসব কাজ থেকে বিরত থাকতে পর্যটকদের অনুরোধ জানাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ৬ সেপ্টেম্বর

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচন / ছাত্রলীগ সম্পৃক্ততার দায়ে বাদ জুলিয়াস সিজার

ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

১০

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

১১

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

১২

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

১৩

চুল পড়া রোধ করবে যে জিনিস

১৪

ডাকসু নির্বাচনে সাত সদস্যের টাস্কফোর্স গঠন

১৫

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

১৬

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

১৭

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

১৮

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

১৯

নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে : চরমোনাই পীর

২০
X