বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে ধর্ষণে অন্তঃসত্ত্বা ছাত্রীর মৃত্যু

বরিশাল জেলার ম্যাপ। ছবি : কালবেলা
বরিশাল জেলার ম্যাপ। ছবি : কালবেলা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় দুর্গাপাশা ইউনিয়নে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা অবস্থায় দশম শ্রেণিতে পড়ুয়া ফাতেমা আক্তার মিম নামে এক মাদ্রাসার ছাত্রীর মৃত্যু হয়েছে। ওষুধ খাইয়ে গর্ভপাতের চেষ্টাকালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

মৃত মাদ্রাসার ছাত্রী দুর্গাপাশা ইউনিয়নের ইছাপুরা গ্রামের ওমর ফারুক হাওলাদারের মেয়ে ও ইউনিয়নের দর্জিবাড়ি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

নিহত ফাতেমা গত ৯ দিন ধরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) আইসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। রোববার (৮ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।

ঘটনা সূত্রে জানা যায়, মৃত রাজ্জাক গাজীর পুত্র শাকিল গাজী (২৩) দ্বারা ধর্ষিত হয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা হয় মাদ্রাসার ছাত্রী। গর্ভজাত শিশুকে ওষুধ খাইয়ে অপসারণের চেষ্টা করায় প্রচুর রক্তক্ষরণ হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ছাত্রীর পিতা ওমর ফারুক বলেন, শাকিল গাজী তাদের পার্শ্ববর্তী এলাকার হওয়ায় মাদ্রাসায় আসা-যাওয়ার পথে তার মেয়ে ওর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।

তিনি বলেন, ‘তার ছোট ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য শেবাচিমে নিয়ে যাই। বাড়িতে কেউ না থাকায় শাকিল গাজী আমাদের বাড়িতে যায়। একপর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এতে আমার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পরে। বিষয়টি আমার মেয়ে শাকিলকে জানালে তার বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী থানা বাউফলের কালি সুরি বাজারে একটি ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে তার মেয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা। পরে শাকিল গাজী ও তার বড় ভাইয়ের স্ত্রী ও বোন ইয়াসমিন মিলে গর্ভজাত শিশু অপসারণের চেষ্টা করে।’

মৃত শিক্ষার্থীর মা জানান, ‘মেয়ের শারীরিক পরিবর্তন দেখে বেশ কয়েক দিন ধরে আমার সন্দেহ হয়। অভাবের সংসার দেখে ডাক্তারে কাছে নিয়ে যেতে পারিনি। এরপর মেয়ের কাছে জানতে চাইলে সে ঘটনা খুলে বলে। পরে ধর্ষক শাকিল গাজীর কাছে জানতে চাইলে সেও অপরাধের কথা স্বীকার করে।’

মৃত শিক্ষার্থীর মা আরও জানান, ‘মেয়েকে নিয়ে গর্ভজাত শিশু অপসারণ করতে বিভিন্ন ওষুধ পানি খাওয়ানো হয়। যার কারণে আমার মেয়ের প্রচুর রক্তক্ষরণ হয় এবং অসুস্থ হয়ে পড়ে। গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় কালিসুরি বাজারে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাই। ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক শারীরিক অবস্থার অবনতি দেখে বরিশাল নিয়ে যাওয়ার পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অপারেশন করা হয় । এতে তার আরো শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউ বিভাগে রাখা হয়। আইসিইউতে থাকা অবস্থায়ই তার মৃত্যু হয়।’

ছাত্রীর মায়ের কাছে পূর্বের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কি না জানতে চাইলে তিনি জানান, ‘ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম শফিক ও শাকিলের নিকট আত্মীয় ইউপি সদস্য নজরুল এ বিষয়ে সালিশ মীমাংসা করবে বলে আশ্বাস দিয়েছিলেন। তাই আমরা থানায় জানাইনি। এ ছাড়াও মান-সম্মানের ভয়ও ছিল।’

মৃত্যু বিষয়ে বাকেরগঞ্জ থানা ওসি তদন্ত মোস্তফা কালবেলাকে জানান, ‘ফাতেমা আক্তার মিম নামে এক মাদ্রাসার ছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে মৃত্যু কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে বিএনকিউএফ স্ট্যান্ডার্ডসবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দরকারি কথা হামেশাই ভুলে যাচ্ছেন? সমস্যা থেকে মুক্তির ৫ কৌশল

‎পাঁচ দিন পর নিখোঁজ স্কুলছাত্রীর ভাসমান লাশ উদ্ধার

চবি নিয়োগ ইস্যুতে জবাবদিহি না পেয়ে ছাত্রদলের সভা ত্যাগ

পার্টি নিষিদ্ধ হয়েছে, ব্যক্তিকে তো করা হয়নি : ইসি মাছউদ

গুলশানে বার ড্যান্সারের মরদেহ উদ্ধার

ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী ব্যাটার এবার বিপিএলে

বিক্ষোভে উত্তাল ইসরায়েল

আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

১০

৮ হাজার ১০০ কোটির টুর্নামেন্টের লড়াই শুরু

১১

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ

১২

আগামীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : টুকু

১৩

৩২ আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১৪

জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

১৫

অবশেষে ভারতের ভিসা পেলেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার

১৬

বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত

১৭

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নজর কেড়েছে জেএমজি ফার্নিচার

১৮

তারেক রহমানের সহধর্মিণীকে ছবি দেখাচ্ছেন জুলাই শহীদের মা 

১৯

ফের বিশ্ব মঞ্চে ফিরছে বিটিএস

২০
X