ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহজাহান ভূঁইয়া শামীমকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
রোববার (৮ অক্টোবর) রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মিজানুর রহমান এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর এক নারী ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগে মামলা করেন। এই মামলায় শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।
শামীমের বাড়ি কুমিল্লার লাকসামে। পড়াশোনা করেছেন ঢাকা কলেজে। তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-কর্মসংস্থানবিষয়ক সম্পাদক এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন