কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার ৭০০ পিস ইয়াবাসহ খুরশিদা (২৯) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
এর আগে একই দিন বিকেল ৪টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।
আটক নারী উখিয়া ক্যাম্প-১/ই, ব্লক-ডি/১১-এর ছলিম উল্লাহর স্ত্রী।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালানোর সময় খুরশিদা নামের ওই নারীকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৫০ হাজার ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন