সিরাজগঞ্জে ১০ মামলার আসামি রফিকুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ অক্টোবর) সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গ্রেপ্তার রফিকুল ইসলাম দত্তবাড়ি দক্ষিণপাড়ার কোরবান আলীর ছেলে।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, রফিকুলের বিরুদ্ধে ৬টি মাদক ও ৪টি মারামারির মামলা এবং মূলতবি ওয়ারেন্ট রয়েছে। তিনি সদর উপজেলার শীর্ষ তালিকাভুক্ত মাদক কারবারি।
মন্তব্য করুন