চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়রা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের চৌধুরী স্কয়ার নামক একটি কমিউনিটি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার মো. বেলাল হোসেনের একমাত্র কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে পরিবারকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যায় বেলাল হোসেনের দুই বছরের শিশু কন্যা হুমায়রা। কমিউনিটি সেন্টারের স্টেজের পাশে একটি বৈদ্যুতিক তারের সঙ্গে সবার দৃষ্টি অগোচরে জড়িয়ে যায় সে। এতে তাকে আহত হয়ে পড়ে থাকতে দেখে বিয়ে বাড়ির লোকজন। পরে উদ্ধার করে শিশুটিকে বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিরা ইউনিয়নের সংরক্ষিত আসনের ইউপি সদস্য ফাতেমা আক্তার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মৃত শিশু হুমায়রার মৃত্যুর খবরে বিয়ে বাড়ি মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে।
মন্তব্য করুন