মানিকগঞ্জের কৃষকদের জন্য বিএডিসির বরাদ্দকৃত ৪৭ টন সরকারি সার গাজীপুরে পাচারকালে দুই ট্রাকসহ দুই চালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুরের কালকিনির দক্ষিণ দনার দন্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল সালাম (৪০) এবং মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বিশু বেপারির ছেলে বাদল মিয়া (৪৫) ।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৪৭ টন সার মানিকগঞ্জ বিএডিসি গোডাউন থেকে গাজীপুরের কালিয়াকৈরের মেসার্স বিষ্ণ এন্ড ব্রাদার্স ও মেসার্স নারায়ন বণিক নামে ব্যবসা প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছিল। এ সময় সাটুরিয়া থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চালকসহ ট্রাক বোঝাই সার আটক করেন। এ সময় পুলিশ চালকদের কাছ থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন মানিকগঞ্জ কার্যালয়ের সার ক্রয়ের চালান কপি পেয়েছেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন মানিকগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকার মেসার্স বিষ্ণ এন্ড ব্রাদার্স ও মেসার্স নারায়ন বণিক আমাদের ডিলার। তারা নিয়মিত সার নিয়ে থাকেন। তবে এই অক্টোবর মাসে তারা কোন ডিও কেটে এখান থেকে সার উত্তোলন করেননি। তিনি জানান, যে ৪৭ টন সার পুলিশ জব্দ করেছে সেগুলো আমাদের এখান থেকে নেওয়া হয়নি।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো- ট ১৬-৮৬৩১ ও ঢাকা মেট্রা-ট ১৮-১০৯৩ নাম্বারের ২টি ট্রাকে ৯৪৯ ব্যাগ সারসহ দুইজন চালককে গতকাল সোমবার রাতে আটক করা হয়েছে। জরুরি কৃষিপণ্য সার কেলেঙ্কারির সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় সরকারি সার অবৈধ মজুদদারি ও কালোবাজারি আইনে থানায় মামলা দায়ের করে দুই ট্রাক চালককে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন