কুমিল্লা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল (২৫) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালার এলাকার জামসেদ মিয়ার ছেলে।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন রাসেল। দুপুরের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার দেবপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এ সময় রাসেল ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে দেবপুর ফাঁড়ির এএসআই গৌরাঙ্গ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মোটরসাইকেল আরোহী রাসেলের মরদেহ উদ্ধার করি। গাড়িসহ গাড়ির চালককে আটক করা হয়েছে।’
তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মন্তব্য করুন