সিলেট ব্যুরো
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৪:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ১৬ দিনে ৪ কিশোর নিখোঁজ

সিলেট জেলার ম্যাপ। ছবি : কালবেলা
সিলেট জেলার ম্যাপ। ছবি : কালবেলা

সিলেটে ১৬ দিনের মধ্যে পৃথক স্থান থেকে চার কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরদের বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে। নিখোঁজের ঘটনায় স্বজনেরা পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ কিশোররা হলো- জালিজ মাহমুদ সিয়াম (১৬), মো. উসমান আহমদ (১৩), মো. মাহফুজুর রাহমান (১৬) ও মো. ইয়ামিন হামিম (১৯)। তাদের মধ্যে দুজন মাদ্রাসা, একজন স্কুল ও একজন কলেজের ছাত্র।

পুলিশ ও নিখোঁজ কিশোরদের পারিবারিক সূত্রে জানা গেছে, সিলেটের শাহপরাণ থানাধীন রুস্তমপুর এলাকা থেকে গত ১৯ সেপ্টেম্বর জালিজ মাহমুদ নিখোঁজ হয়। সে সিলেটের পীরেরবাজার এলাকার জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। জালিজ বরিশালের উজিরপুর গাজীরপাড়া গ্রামের ফরিদুল ইসলাম ও সুলতানা বেগম দম্পতির ছেলে। সিলেটের খাদিমনগর রুস্তমপুর আবাসিক এলাকায় মামা সোহাগ হাওলাদারের বাসায় থাকত সে। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় সোহাগ হাওলাদার সিলেট শাহপরাণ থানায় গত ২০ সেপ্টেম্বর জিডি করেন।

শাহপরাণ থানার ওসি আবুল খায়ের বলেন, ‘নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান চালাচ্ছে পুলিশ।’

এদিকে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মো. উসমান আহমদ গত ২৬ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে। সে রুস্তমপুর বীরমঙ্গল জামকান্দি গ্রামের হানিফ আলীর ছেলে। উসমান স্থানীয় জামকান্দি নুরুল উলুম মাদানি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় উসমানের বাবা হানিফ আলী গোয়াইনঘাট থানায় গত ২৮ সেপ্টেম্বর সাধারণ ডায়েরি করেন। হানিফ আলী বলেন, ‘ছেলে নিখোঁজের দিন মাদ্রাসায় যায়নি। বাড়ি থেকে সকাল ১০টার দিকে বের হয়ে সে আর বাড়ি ফেরেনি। এরপর থেকে তিনি বিভিন্ন স্থানে খোঁজ নিচ্ছেন। তবে ছেলের সন্ধান পাচ্ছেন না।

গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, ‘নিখোঁজ কিশোরের সন্ধান পেতে কাজ করছে পুলিশ।’

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ডেমারগ্রামের মো. মাহফুজুর রাহমান গত ৪ অক্টোবর থেকে নিখোঁজ আছে। সে ওই গ্রামের হাফেজ মাওলানা আবদুল বাসিতের ছেলে। মাহফুজ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়ত। ওইদিন বাড়ি থেকে গোলাপগঞ্জের মাদ্রাসার উদ্দেশে চলে যাওয়ার পর তার আর কোনো খবর পাওয়া যায়নি।

নিখোঁজের মামাতো ভাই কিবরিয়া আহমেদ বলেন, ‘এখনো মাহফুজুরের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় গত ৯ অক্টোবর জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ বলেন, ‘ওই কিশোর নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। কিশোরের সন্ধানে কাজ করছে পুলিশ।’

মো. ইয়ামিন হামিম (১৬) নামের এক কিশোর গতকাল রাত ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ি থেকে বের হয় সিলেটের কদমতলি আসার জন্য। কিন্তু এখনো সে আর বাড়ি ফিরেনি। তার বাড়ি সিলেট মহানগরের ৪২নং ওয়ার্ডের শেখপাড়ায়। হারানোর সময় তার পরনে ছিল কালো টি শার্ট, জিন্স প্যান্ট, গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।

হামিমের বাবা বলেন, ‘তার ছেলে দক্ষিণ সুরমার শাহপরাণ সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। বুধবার সকালে তিনি মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি করেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা

বিশ্লেষণ / ছাত্রনেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ কোথায়?

পছন্দের প্রতীক পেয়ে যা বললেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১৩ প্রার্থী

ওসমান হাদির স্ত্রীর স্ট্যাটাস

এবার ২ টাকা কেজি চাল বিতরণের ঘোষণা সেই রায়হান জামিলের

মিরপুরে মহিলা জামায়াতের বৈঠকে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি গোলাম পরওয়ারের

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

জুলাই সনদে সমর্থন চাচ্ছি, যাতে দেশটা বদলে যায় : উপদেষ্টা আদিলুর

এক দিনেই ৭ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান

১০

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

১১

আজ থেকে প্রবাসীদের পোস্টাল ভোট দেওয়া শুরু

১২

প্রবাসীদের ভোটদান শুরু বিকেল ৫টা থেকে

১৩

নায়ক জাভেদ আর নেই

১৪

ট্রাম্পের কারণে ২০২৬ বিশ্বকাপ বয়কটের আলোচনায় ইংল্যান্ড-স্কটল্যান্ড

১৫

কবে কমবে তাপমাত্রা জানাল আবহাওয়া অফিস

১৬

দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান

১৭

১৯ দিনে রেমিট্যান্স ২৫ হাজার ৯০০ কোটি টাকা

১৮

পিএসএল ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানি তারকা

১৯

চার নায়কের মাঝে শাবনূর

২০
X