ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করেছে র্যাব-১৪। আটককৃত সবাই মমেক হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দালাল বলে জানায় র্যাব।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১০টায় মমেক হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো নগরীর চরপাড়ার মো. জুয়েল মিয়া (২৬), মো. আলাল উদ্দিন (৩২), শামসুল আলম (৪১), বিজয় দাস হরিজন (৪৫), তুষার আহমেদ (২৬), মো. রতন মিয়া (৪৭) এবং পাভেল (২৩)। আটক হওয়া ব্যক্তিরা মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা।
আটককৃতদের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে আসামিদের ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, আটক হওয়া ব্যক্তিরা বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সরবরাহের কাজে নিয়োজিত দালাল। তারা প্রতিদিন হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকে। রোগী দেখলে তাদের পিছু নেয়। পরে ভুল বুঝিয়ে হাসপাতালের আশপাশের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।
র্যাব-১৪ উপপরিচালক অপারেশন অফিসার মো. আনোয়ার হোসেন জানান, সম্প্রতি মমেক হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দালালরা রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিলেন। রোগীদের কাছ থেকে সরকারি ওষুধ ও উন্নত পরীক্ষা-নিরীক্ষার নামে হাতিয়ে নেওয়া হতো টাকা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জরুরি বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয়। দালাল চক্র নির্মুলে র্যাবের এমন অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন